গোমূত্র ও গোবরেই করোনাভাইরাসের সংক্রমণ নিরাময় হবে’ ভারতের ধর্মভিত্তিক রাজনৈতিক দল হিন্দু মহাসভার এমন দাবির পর দেশটিতে গোমূত্র হ্যান্ড স্যানিটাইজার ও গোবর দিয়ে তৈরি সাবান কেনার ধুম পড়েছে। ‘কাউপ্যাথি’ নামে সেই হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যাচ্ছে ভারতের ই-কমার্স সাইটে।
৫০ মিলিলিটারের ২টি হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যাচ্ছে ১০০ রুপিতে। অনলাইনে ২১০ রুপিতে পাওয়া যাচ্ছে ‘কাউপ্যাথি’ সাবানের ছয় থেকে সাতটির প্যাকেট। ‘কাউপ্যাথি’ স্যানিটাইজারের বিবরণে লেখা রয়েছে, দেশি গরুর বিশুদ্ধ গোমূত্র দিয়ে তৈরি হয়েছে এটি। একইসঙ্গে যাতে কোনো গন্ধ না বের হয়, সেজন্য এর সঙ্গে অ্যারোমা এসেনশিয়াল অয়েল ও গঙ্গার পানি মেশানো হয়েছে। বিবরণে আরও বলা হয়েছে, এতে কোনো অ্যালকোহল নেই। হাতকে এটা আর্দ্র ও কোমহল রাখবে। যদিও এই স্যানিটাইজার ও সাবান করোনাভাইরাসের সংক্রমণ ‘রুখেছে’ বলে হাতেকলমে কোনো প্রমাণ নেই। তবে দেশটির ই-কমার্স সাইটে এই সাবান ও স্যানিটাইজার বিক্রির ধুম পড়েছে।