Wednesday, July 17, 2024
spot_img
Homeবিনোদনগোপনে বিয়ে সারলেন অভিনেত্রী তানিশা?

গোপনে বিয়ে সারলেন অভিনেত্রী তানিশা?

কাজলের বোন তানিশা মুখার্জি হাতে গোনা কিছু ছবিতে অভিনয় করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। সম্প্রতি তানিশা ইনস্টাগ্রামে কিছু ছবি শেয়ার করেছেন, যা দেখে বেশ অবাক হয়েছেন ভক্তরা।

বিচে শুয়ে নিজের পায়ের একটা ছবি শেয়ার করেছেন ‘নীল অ্যান্ড নিকি’ অভিনেত্রী। আর সেখানে দেখা যায় তানিশার পায়ের আঙুলে থাকা আংটি। আর তা দেখেই ভক্তদের মনে প্রশ্ন উঠেছে, তাহলে কি বিয়ে হয়ে গেল তাঁর।
হিন্দু মতে, নারীরা বিয়ের পরেই পায়ে এই ধরনের আংটি পরে থাকেন। তাই তানিশার পায়ের আঙুল দেখে চমকে উঠেছেন তাঁরা। যদিও ছবির ক্যাপশনে তানিশা জানিয়েছেন, নতুন বছর শুরু হয়েছে তার সমুদ্রের পাড়ে।

ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘কোড নেম আবদুল’ ছবিতে দেখা গেছে তাকে। যা বেশ প্রশংসিত হয়েছে। তানিশা বলিউডের যে সব ছবিতে কাজ করেছেন, সেই তালিকায় রয়েছে ‘নীল অ্যান্ড নিকি’, ‘সরকার’, ‘ট্যাঙ্গো চার্লি’, ‘ওয়ান টু থ্রি’ এবং ‘সরকার রাজ’। তবে তানিশা সবচেয়ে বেশি চর্চায় এসেছিলেন রিয়েলিটি শো ‘বিগ বস’ দিয়ে। ফাইনালে টপ ২-তে পৌঁছলেও তানিশা হেরে যান গওহর খানের কাছে। বিগ বসের ঘরে তানিশা আর আরমান কোহলির প্রেম ছিল বেশ আলোচিত বিষয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments