Saturday, June 15, 2024
spot_img
Homeবিনোদনগুঞ্জনের বিপরীতে যা বললেন প্রভা

গুঞ্জনের বিপরীতে যা বললেন প্রভা

শোবিজের জনপ্রিয় ও আলোচিত মুখ সাদিয়া জাহান প্রভা। কয়েকদিন ধরে বাতাসে উড়ছে প্রভা ও কন্ঠশিল্পী ইমরানের প্রেমের গুঞ্জন । এ বিষয়ে মুখ খোলেননি সাদিয়া জাহান প্রভা ও ইমরান কেউই। তবে মুখে কিছু না বললেও সোশ্যাল মিডিয়ায় প্রভা জানালেন, গত বছরটি তাকে বদলে দিয়েছে। ইনস্টাগ্রামে ছবিসহ এমনই এক পোস্টের মাধ্যমে মুখ খুললেন এই অভিনেত্রী। রবিবার রাতে ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছেন প্রভা। ছবিটির ক্যাপশনে প্রভা লেখেন, গত বছরটি আমাকে বদলে দিয়েছে। জীবনে যত খারাপ কিছুই ঘটুক না কেন, তা গ্রহণ করতে হবে।এটিও আমাকে বিশ্বাস করিয়েছে। খুব খারাপ কিছু প্রত্যাশা করলেই যে তা ঘটবে তা-ও নয়। ভালো-মন্দ দুটোই ক্ষণস্থায়ী। প্রভা বিশ্বাস করেন কাউকে ধরে রাখা যায় না। আর সে কথা উল্লেখ করেই এই অভিনেত্রী লিখেন, কাউকে শক্ত করে ধরলেই যে সে থেকে যাবে কিংবা হালকা করে ধরলেই যে চলে যাবে বিষয়টি তেমন নয়। প্রভা মনে করেন যে কোনো ধকল নিজেকে সামলাতে হয়। কাটিয়ে উঠতে হয় সংকটকাল। বিগত সময়গুলোতে উপলব্ধি করেছেন প্রভা। তিনি লেখেন, আপনি নিজেই নিজের রক্ষাকারী এ বিষয়টিও গত বছর আমাকে শিখিয়েছে। আপনি যদি নিজেকে রক্ষা করতে না পারেন, তবে অন্য কেউ করবে না।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments