Thursday, November 30, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিগুগল স্ট্রিট ভিউয়ে নিজের বাড়ি দেখাতে না চাইলে

গুগল স্ট্রিট ভিউয়ে নিজের বাড়ি দেখাতে না চাইলে

২০০৭ সালে গুগল ম্যাপের স্ট্রিট ভিউ সেবায় যেকোনো রাস্তার যেকোনো বাড়ি দেখা সম্ভব। গুগল ম্যাপের অন্তর্ভুক্ত এই সেবায় শহর, অলিগলি ও বাড়ির ছবি দেখা যায়। তবে নিরাপত্তার কথা ভেবে গুগলে বাড়ির ছবি দেখে অনেকে চিন্তায়ও পড়ে যান। গোপনীয়তা বজায় রাখতে চাইলে গুগলকে অনুরোধ করে বাড়ির ছবি ব্লার বা ঝাপসা করা যাবে।

গুগলের কাছে বাড়ির ছবি মুছে ফেলার আবেদন জানানো যাবে। তবে আপনাকে নিশ্চিত হয়েই আবেদন জানানোর কাজটি করতে হবে। একবার ব্লার করা হয়ে গেলে তা আর আগের রূপে ফেরানো যাবে না।

যে যে ভাবে ব্লার করা যাবে

♦ গুগল ম্যাপে বাড়ির ঠিকানা দিতে হবে।

♦ এরপর ম্যাপসহ একটি পেজ চালু হবে। পেজের একেবারে নিচে ডান দিকে টুপি, বেলুনসহ হলুদ রঙের মানুষের আইকন দেখা যাবে।

♦ আইকনটিকে ড্র্যাগ করে পিন করা ঠিকানার ওপরে ছেড়ে দিতে হবে। এতে আপনার বাড়ির ছবি চলে আসবে।

♦ একেবারে নিচে ডান দিকে ‘রিপোর্ট আ প্রবলেম’ নামের একটি অপশন দেখা যাবে।

♦ রিপোর্ট ইনঅ্যাপ্রোপ্রিয়েট স্ট্রিট ভিউ নামে একটি পেজ চালু হবে। এতে লাল রঙের বক্সসহ আপনার বাড়ির ছবি চলে আসবে।

♦ কী ব্লার করতে চান তা জানতে চেয়ে একটি প্রশ্নের নিচে চারটি অপশন দেখানো হবে। সেখানে ‘মাই হোম’ অপশনটি সিলেক্ট করে ব্লার করতে চাওয়ার কারণ লিখতে হবে। এর পাশাপাশি মানুষের চেহারা, গাড়ির নম্বর প্লেট ও অন্যান্য জিনিসও ব্লার করার অপশন দেখা যাবে।

♦ ই-মেইল ঠিকানা দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

সাবমিট করার পর গুগল একটি ই-মেইল দিয়ে জানাবে আপনার রিপোর্ট করা ছবিটি যাচাই-বাছাই করা হচ্ছে। ব্লার করা হলে আরেক দফা ই-মেইল পাঠাবে গুগল। তবে এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে গুগলের কত সময় লাগবে তা আগে থেকে বলা কঠিন।

সূত্র : ম্যাশেবল

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments