ব্যবহারকারীকে বাড়তি তথ্য দিয়ে সাহায্য করতে গুগল লেন্সে দুটি গুরুত্বপূর্ণ ফিচার যোগ করতে যাচ্ছে গুগল। গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলনে কম্পানিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রভাকর রাঘবন জানিয়েছেন, ছবি তুলে সার্চ করা আরো সহজ করতে গুগল লেন্সে আসছে ‘মাল্টি সার্চ’ ফিচার। এর সাহায্যে অনলাইনে অপরিচিত কোনো খাবার দেখলে সে সম্পর্কে এখন বিস্তারিত তথ্য জানা যাবে গুগল লেন্স থেকে। গুগল লেন্সে কোনো কিছুর ছবি তুলে ‘নিয়ার মি’ অপশনে ক্লিক করতে হবে।
এতে স্থানীয় রেস্তোরাঁ বা দোকানের নাম-ঠিকানা চলে আসবে। শিগগিরই ফিচারটি উন্মুক্ত করবে গুগল। পণ্যের খুঁটিনাটি তথ্য সম্পর্কে জানাতে গুগল লেন্সে আরো যোগ করা হচ্ছে ‘সিন এক্সপ্লোরেশন’ ফিচার। গুগল লেন্স অ্যাপটি চালু করে ক্যামেরা শুধু ঘোরাতে হবে। এতে অনেক তথ্য সামনে হাজির করবে গুগল। যেমন—আপনি চকোলেট কিনবেন, কিন্তু বাদামে আপনার অ্যালার্জি আছে। কোন কোন চকোলেটে বাদাম নেই সেটি জানতে ‘নাট ফ্রি’ নামের একটি ফিল্টার অপশন ব্যবহার করা যাবে।
এবারের দুই দিনব্যাপী গুগল আই/ও সম্মেলনে বেশ কয়েকটি হার্ডওয়্যার পণ্য আনারও ঘোষণা দিয়েছে গুগল। সূত্র : গ্যাজেটস নাউ