Sunday, June 16, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিগুগল মিটের ভিডিও লাইভ চলবে ইউটিউবে

গুগল মিটের ভিডিও লাইভ চলবে ইউটিউবে

গুগল মিটের ভার্চুয়াল মিটিংয়ের ভিডিও এখন থেকে ইউটিউবেও লাইভ  দেখানো যাবে। গুগল এক ব্লগ পোস্টে জানিয়েছে, অফিসের বাইরে বৃহৎ পরিসরে তথ্য পৌঁছাতে চাইলে ইউটিউবে ‘লাইভস্ট্রিম’ করার ফিচারটি কাজে লাগবে। ইউটিউবে লাইভ স্ট্রিম হওয়ার ফলে পরবর্তী সময়ও মিটিং দেখে তথ্য নেওয়া যাবে। পেইড ওয়ার্কপ্লেস অ্যাকাউন্টস, যেমন—এন্টারপ্রাইজ টায়ারস (স্টার্টার, স্ট্যান্ডার্ড ও প্লাস), এডুকেশন প্লাস, টিচিং অ্যান্ড লার্নিং আপগ্রেড ও ব্যক্তিগত কাজে ওয়ার্কপ্লেস সাবস্ক্রাইবকারীরা ফিচারটি ব্যবহার করতে পারবেন।

তবে ফিচারটি ব্যবহারের আগে অবশ্যই ইউটিউব চ্যানেলটি অ্যাপ্রুভ করিয়ে নিতে হবে। অ্যাপ্রুভালের জন্য সর্বোচ্চ ২৪ ঘণ্টা সময় লাগতে পারে। গুগল মিটে হোস্ট ম্যানেজমেন্ট অন থাকলে শুধু হোস্ট ও কো-হোস্টরাই লাইভস্ট্রিমিংয়ের সুযোগ পাবে। তবে অপশনটি অফ থাকলে মিটিংয়ে অংশ নেওয়া যে কেউ লাইভস্ট্রিমিং করতে পারবেন। গুগল মিটে গিয়ে ‘অ্যাক্টিভিটি প্যানেল’ থেকে ‘লাইভস্ট্রিমিং’ ফিচারটিতে যেতে হবে। এরপর লাইভ স্ট্রিমিংয়ের জন্য ইউটিউব চ্যানেলের নাম বেছে নিতে হবে। সোমবার থেকে ফিচারটির আপডেট পাঠানো শুরু করেছে গুগল।            সূত্র : দ্য ভার্জ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments