গুগল প্লে স্টোরের বিকল্প তৈরি করছে রুশ ডেভেলপাররা। ৯ মে রাশিয়ার বিজয় দিবস। দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের দিনটিকে স্মরণীয় করে রাখতে ওই দিন নিজস্ব স্টোর চালু করতে যাচ্ছে রাশিয়া। চলতি মাসেই ইউটিউব ও গুগল প্লের সব ধরনের পেমেন্টভিত্তিক সেবা বাতিল করেছে গুগল।
এ বিষয়ে ডিজিটাল প্ল্যাটফরমের ডিরেক্টর অব প্রজেক্টস ভ্লাদিমির জিকোভ বলেছেন, “দুর্ভাগ্যবশত রাশিয়ার বাসিন্দারা গুগল প্লে থেকে আর অ্যাপ কিনতে পারবে না। ডেভেলপাররা তাদের আয়ের পথও হারিয়েছে। এ কারণে আমরা রুশ অ্যাপ স্টোর ‘নাশস্টোর’ তৈরি করছি। রুশ নাম ‘ন্যাশস্টোর’-এর ইংরেজি করলে দাঁড়ায় ‘আওয়ারস্টোর’। ” অ্যানড্রয়েড ডিভাইসের জন্য তৈরি এই প্ল্যাটফরমে রুশ মির ব্যাংকের কার্ড দিয়ে কেনাকাটা করা যাবে।
উল্লেখ্য, ১৯৪৫ সালের ৯ মে জার্মানির নািস বাহিনীর আত্মসমর্পণের দিনটি রাশিয়ায় বিজয় দিবস হিসেবে পালিত হয়। সূত্র : রয়টার্স