Sunday, April 2, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিগুগল থেকে সফটওয়্যার ডাউনলোডে সতর্কতা জারি

গুগল থেকে সফটওয়্যার ডাউনলোডে সতর্কতা জারি

গুগলে সার্চ করে সফটওয়্যার ডাউনলোড করা এখন বেশ ঝুঁকিপূর্ণ। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে স্প্যাম ও ম্যালওয়্যার ট্র্যাককারী প্রতিষ্ঠান স্প্যামহাশ। তারা জানিয়েছে, গুগল অ্যাডের মাধ্যমে ম্যালওয়্যার ছড়ানোর হার গত দুই মাসে আশঙ্কাজনক হারে বেড়েছে। সাইবার সিকিউরিটি কম্পানি গার্ডিও ল্যাবস জানিয়েছে, প্রথমে সাইবার অপরাধীরা গুগল অ্যাডে বিজ্ঞাপন দেখানোর জন্য ক্ষতিকর নয় এমন একটি অ্যাডভার্টাইজিং সাইট (যেমন—ওএলএক্স, ইবে) তৈরি করে। ব্যবহারকারীরা গুগল অ্যাডের বিজ্ঞাপনে ক্লিক করলে রিডাইরেক্ট করে সেটা ম্যালওয়্যারপূর্ণ একটি ওয়েবসাইটে নিয়ে যায়। সেখানে থাকা ম্যালওয়্যার ‘এক্সলোডার’ ব্যবহারকারীর ডিভাইসে ডাউনলোড হয়। এরপর কন্টাক্ট ইনফরমেশনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেয়। গুগল কোনো প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার আগ পর্যন্ত অ্যাডবি রিডার, মাইক্রোসফট টিমস, গ্রামারলি, ব্লেন্ডার, স্ন্যাক, থান্ডারবার্ডসহ অন্যান্য সফটওয়্যার ডাউনলোডের ওপর সতর্কতা জারি করেছে স্প্যাম হাশ।   

                 সূত্র : টেক স্পট

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments