গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন গুগল আই/ও-এর আয়োজন এবারও অনলাইনে হবে। আগামী ১১ থেকে ১২ মে পর্যন্ত চলবে এই সম্মেলন। বিষয়টি টুইট করে জানান, গুগলের সিইও সুন্দর পিচাই।
তিনি লেখেন, এবারও লাইভ অনুষ্ঠানের মাধ্যমে ফিরব আমরা।
১১ ও ১২ মে আমাদের সঙ্গে যোগ দিন। টুইট পোস্টে একটি লিংকও দিয়ে দেন পিচাই। এতে ক্লিক করলে মে মাসে অনুষ্ঠিতব্য গুগল আই/ও লাইভ দেখতে পারবেন দর্শকরা।
গুগলের মুখপাত্র অ্যালেক্স গার্সিয়া জানিয়েছেন, সম্মেলনে খুব কমসংখ্যক দর্শক থাকবে। তবে অনুষ্ঠানটি সবাই লাইভ দেখতে পারবেন। প্রতিবছর তিন দিন ধরে আয়োজন চললেও এবার সম্মেলন চলবে দুই দিন। তাই নিয়ম ভেঙে মঙ্গলবারের জায়গায় বুধবার সম্মেলন শুরু হবে।
ধারণা করা হচ্ছে, এবারের সম্মেলনে পিক্সেল ৬এ, পিক্সেল ওয়াচ ও অ্যানড্রয়েড ১৩-এর ডেভেলপার প্রিভিউ সম্পর্কে গুরুত্বপূর্ণ ঘোষণা দেবে গুগল।