মার্কিন নির্বাচনের পরের দিন থেকে নির্বাচনসংক্রান্ত সব ধরনের বিজ্ঞাপন নিষিদ্ধের ঘোষণা করেছে গুগল। শুক্রবার এক মেইলের মাধ্যমে বিজ্ঞাপনদাতাদের এ বিষয়ে অবগত করে তারা। ফলে গুগল অ্যাডস, ডিভি৩৬০, ইউটিউবে এ ধরনের কোনো বিজ্ঞাপন আর প্রদর্শিত হবে না। যুক্তরাষ্ট্রে নির্বাচন শুরু হওয়ার পর থেকে ফলাফল নিয়ে অনেক গুজব ছড়ায়। সেই গুজব ঠেকাতে গুগলের এ ব্যবস্থা। গুগল জানিয়েছে, এই ব্যবস্থা চলবে এক সপ্তাহ বা তার চেয়ে বেশি সময় ধরে। গুগলের আগে অবশ্য এ ধরনের পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ফেসবুক এবং টুইটারও। সূত্র : সিএনএন