গুগলের বিরুদ্ধে একটি সংশোধিত মামলা দায়ের করেছে টেক্সাসের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য। এতে বলা হয়েছে, টেক জায়ান্টটি নানা রকম জোরপূর্বক কৌশল এবং অবিশ্বাস আইন ভঙ্গ করে অনলাইন বিজ্ঞাপন ব্যবসায় নিজেদের একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে। শুক্রবার নিউ ইয়র্কের একটি ফেডারেল আদালতে দায়ের করা হয় এই সংশোধিত মামলাটি।
এ সপ্তাহের শুরুতে ইউরোপীয় ইউনিয়নের করা গুগলের বিশ্বাসভঙ্গের মামলার বিরুদ্ধে আপিল করেছিল প্রতিষ্ঠানটি। তাতে হেরে গিয়ে ২৮০ কোটি ডলারের জরিমানার মুখে পড়েছে গুগল।
সংশোধিত মামলাটিতে গুগলের ২০১৩ সালের এক গোপন প্রগ্রাম ‘প্রজেক্ট বার্নানকে’-এর কথাও উল্লেখ করা হয়েছে। এটি বিডিং ডেটা ব্যবহারে করে বিজ্ঞাপন-ক্রয়ে অতিরিক্ত সাহায্য নিয়ে থাকত গুগল। গুগল এবং টেক্সাসের অ্যাটর্নি জেনারেলের অফিসের কেউ-ই এ মামলার ব্যাপারে কোনো প্রকার মন্তব্য করতে রাজি হয়নি। সূত্র : রয়টার্স