Saturday, July 27, 2024
spot_img
Homeআন্তর্জাতিকগাজার কারাগার থেকে পালালেন ইসরাইলি গুপ্তচর

গাজার কারাগার থেকে পালালেন ইসরাইলি গুপ্তচর

ফিলিস্তিনের গাজার এক কারাগার থেকে পালিয়েছেন এক সন্দেহভাজন ইসরাইলি গুপ্তচর। আবেদ আল-কারিম আবু ওদেহ নামের ওই ব্যাক্তি একসময় গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক কমান্ডার ছিলেন। তবে ২০১৯ সালে তাকে ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তি করার দায়ে কারাদারে পাঠানো হয়। ৩৫ বছর বয়স্ক আবেদকে আটক রাখা হয় গাজার আনসার কারাগারে। এর নিরাপত্তা ব্যবস্থা অনেক শক্ত। তারপরেও আবেদ কীভাবে পালাতে পারলো তা এখনো বুঝে উঠতে পারছে না কর্তৃপক্ষ।
জেরুজালেম পোস্টের খবরে জানানো হয়েছে, আবেদ ইসরাইলের দেয়া একটি ট্রাকিং ডিভাইস দিয়ে হামাসের তৈরি টানেলের নকশা পাচার করছিল। তাকে ওই ডিভাইসসহ আটক করে হামাস।তার কারাগার থেকে পালানোকে হামাসের জন্য বিব্রতকর বলে মনে করছেন ফিলিস্তিনিরা। এরইমধ্যে সন্দেহভাজন কয়েকজনকে গ্রেপ্তার করেছে হামাস। তাদেরকে আবেদের সহায়তাকারী দাবি করছে সংগঠনটি। এছাড়া আবেদের অবস্থান সম্পর্কিত তথ্যের জন্য পুরস্কারও ঘোষণা করেছে তারা। তাছাড়া তিনি সীমানা পাড়ি দিয়ে ইসরাইলে চলে যেতে পারেন এমন ধারণাও করা হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments