Sunday, October 1, 2023
spot_img
Homeবিনোদনগাইবান্ধায় টানা শুটিংয়ে কেয়া

গাইবান্ধায় টানা শুটিংয়ে কেয়া

অনেকটা সময় পর নতুন ছবির শুটিং শুরু করলেন চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া। তার নতুন ছবির নাম ‘জল জোছনায়’। এর গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল। আর পরিচালনা করছেন মেহেদী হাসান। গত দুইদিন ধরে এ ছবির কাজে গাইবান্ধায় আছেন কেয়া। পুরো ছবির শুটিংই হবে সেখানে। টানা কাজ করে শুটিং শেষ করার পরিকল্পনা পরিচালক-প্রযোজকের। কেয়া মানবজমিনকে বলেন, খুব সুন্দর গল্পের একটি সিনেমা এটি। গ্রামীণ প্রেক্ষাপটের গল্প। আমার চরিত্রটিও চ্যালেঞ্জিং। এখানে আমার বিপরীতে একজন নতুন নায়ক রয়েছেন। খুব ভালোভাবে শুটিং হচ্ছে এর। টানা শুটিং করে ছবিটির কাজ শেষ করা হবে। আমার বিশ্বাস খুব ভালো একটি সিনেমা এর মাধ্যমে পাবেন দর্শক। এদিকে কেয়া অভিনীত আরও পাঁচটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। ছবিগুলো হলো- ‘ইয়েস ম্যাডাম’, ‘কথা দিলাম’, ‘সীমানা’,  ‘বনলতা’ এবং ‘মোনাফিক’। মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলোয়ও বিভিন্ন রূপে দেখা মিলবে কেয়ার। এই নায়িকা বলেন, আসলে একই ধরনের চরিত্রে কাজ করে স্বাচ্ছন্দ্যবোধ করি না। চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করাটা উপভোগ করি। এ ছবিগুলোও তেমন। আর এ কারণেই এগুলো নিয়ে আশাবাদী আমি। সিনেমার বাইরে ওয়েব মাধ্যমেও কাজ করেছেন কেয়া। ভালো প্রস্তাব পেলে আবারো ওয়েবে কাজ করবেন বলেও জানান তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments