Tuesday, May 21, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিগর্ভবতী সেজে সিপিইউ ও আইফোন পাচারের চেষ্টা

গর্ভবতী সেজে সিপিইউ ও আইফোন পাচারের চেষ্টা

চীনের কাস্টমস বিভাগ এক নারীকে ২০২টি ইন্টেল সিপিইউ ও ৯টি আইফোন পাচারের অভিযোগে গ্রেপ্তার করেছে। প্রসথেটিক ব্যবহার করে ওই নারী গর্ভবতী সেজেছিলেন। স্ফিত পেটের ভেতরে ছিল সেই সব সিপিইউ ও আইফোন। বাইরে থেকে বোঝার কোনো উপায়ই ছিল না।

তবে ওই নারীর দেহভঙ্গি দেখে এক কাস্টমস কর্মকর্তার সন্দেহ হয়। দেখে ৮-৯ মাসের গর্ভবতী মনে হলেও ওই নারী জিজ্ঞাসাবাদে জানান তিনি পাঁচ-ছয় মাসের গর্ভবতী। প্রসথেটিক মেকআপ নেওয়ার পর পেট একটু বেশিই বড় দেখাচ্ছিল। সন্দেহ হওয়ায় কর্মকর্তারা টোকা দেন পেটে এবং প্রসথেটিক মেকআপ নিয়ে বানানো পেটের ভেতর সিপিইউ ও আইফোন আবিষ্কার করেন। সিপিইউয়ের ক্ষেত্রে অল্ডার লেক বা রকেট লেক এবং আইফোনের ক্ষেত্রে আইফোন ১০ বা ১০এস বহন করেছিলেন ওই নারী।

চীনে কোনো কিছু আমদানি করতে গেলে প্রচুর ট্যাক্স দিতে হয়। এরই ফলস্বরূপ পাচারকারীরা নিত্যনতুন কৌশল বেছে নেন। এর আগে গত মার্চে এক পাচারকারী ১৬০টি সিপিইউ ও ১৬ ফোল্ডিং ফোনসহ ধরা পড়েন।      সূত্র : টেক স্পট

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments