Monday, May 27, 2024
spot_img
Homeবিনোদনগরু পাচার মামলায় দেবকে জিজ্ঞাসাবাদ

গরু পাচার মামলায় দেবকে জিজ্ঞাসাবাদ

ওপার বাংলার জনপ্রিয় চিত্রনায়ক ও পশ্চিমবঙ্গের সংসদ সদস্য দেবকে গরু পাচার মামলায় তলব করেছিল ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। তলবের পর টানা পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়, মঙ্গলবার নয়াদিল্লিতে ইডির সামনে হাজির হন দেব। এ সময় গরু পাচার কাণ্ডের আর্থিক লেনদেনের বিষয়ে তাকে টানা পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।

এ প্রসঙ্গে দেব বলেন, ‘আমি বেশি কিছু বলতে পারব না। একজন ব্যক্তিকে চিনি কি না সেই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। কিন্তু অভিযুক্ত এনামুল হককে চিনি না। মনে হয় আমাকে আর ডাকবে না।’

গরু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হকের কাছ থেকে নগদ কয়েক লাখ রুপি ও ঘড়িসহ বেশ কিছু উপহার নিয়েছেন দেব। এটি ২০১৭-১৮ সালের ঘটনা। এসব তথ‌্য সিবিআইকে জানায় এনামুল হক নিজেই।

সূত্র : এবিপি লাইভ, জি২৪ ঘণ্টা

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments