Saturday, April 1, 2023
spot_img
Homeবিচিত্রগভীর খাদে পড়া মালিককে বাঁচালো কুকুর

গভীর খাদে পড়া মালিককে বাঁচালো কুকুর

৭০ ফুট গভীর খাদে পড়ে মরতে বসেছিলেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক ব্যক্তি। কিন্তু সিনেমার গল্পের মতো তাকে বাঁচালো তার কুকুর। সৌল নামের ওই কুকুরটি ‘বর্ডার কলি’ জাতের। দুর্ঘটনাটি ঘটে গত ১২ই জুলাই। সেদিন তাহো ন্যাশনাল ফরেস্ট এলাকায় হাইকিং-এ গিয়েছিলেন সৌলের মালিক ৫৩ বছর বয়স্ক এক ব্যক্তি। যদিও তার নাম প্রকাশ করা হয়নি।

এনডিটিভির খবরে জানানো হয়েছে, হাইকিং-এর সময় ওই ব্যক্তি ৭০ ফুট গভীর একটি খাদে পড়ে যান। এতে তার পাঁজরসহ শরীরের বেশ কয়েকটি হাড় ভেঙে যায়। নিখোঁজ অবস্থায় তাকে খুঁজতে বের হয় ২৫ জনের একটি উদ্ধারকারী দল। কিন্তু কোনোভাবেই তারা বুঝতে পারছিলেন না, নিখোঁজ ওই ব্যক্তি কোথায় গিয়েছেন। কিন্তু নেভাডা পুলিশ ফেসবুকে জানিয়েছে, তার কুকুর সৌল ২০০ মিটার দৌড়ে ওই উদ্ধারকারী দলের সদস্যদের খুঁজে পান।

এরপর সে তাদেরকে নিয়ে আবার ঘটনাস্থলে ফিরে আসে। তাকে অনুসরণ করে উদ্ধারকারী দল তার মালিককে খুঁজে পায়।

এ নিয়ে সার্জেন্ট ডেনিস হ্যাক বলেন, প্রথমে আমরা বিষয়টি বিশ্বাসই করতে পারছিলাম না। এটি সিনেমার গল্পের মতো। উদ্ধারকারী দল জানিয়েছে, কুকুরটি সরাসরি তার মালিকের কাছে নিয়ে গেছে তাদের। এরপর এয়ার অ্যাম্বুলেন্সে করে ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর সৌলকে তার বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে এবং পুরষ্কার হিসেবে দারুণ খাবারের ব্যবস্থা করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments