দ্বিতীয়বার গণভোটেও স্বাধীনতার দাবি প্রত্যাখ্যান করেছেন নিউ ক্যালেডোনিয়াবাসী। ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতার দাবিতে রোববার ওই গণভোট হয় সেখানে। প্রশান্ত মহাসাগরের মধ্যে নিউ ক্যালেডোনিয়া মূলত কতগুলো দ্বীপের সমন্বয়। ফ্রান্সের কাছ থেকে তারা স্বাধীনতার দাবিতে এর আগেও একবার গণভোট করেছে। সেবারও তা প্রত্যাখ্যাত হয়েছে। রোববারের ভোটে ফ্রান্সের সঙ্গে থাকার পক্ষে ভোট দিয়েছেন শতকরা ৫৩.২৬ ভাগ মানুষ। চূড়ান্ত ফলকে উদ্ধৃত করে এ কথা জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়েছে, ভোট পড়েছে শতকরা ৮৫.৬ ভাগ।
দুই বছর আগে অনুষ্ঠিত গণভোটে শতকরা ৫৬.৭ ভাগ ভোটার স্বাধীনতার বিপক্ষে ভোট দিয়েছিলেন। উল্লেখ্য, প্রায় ১৭০ বছর ধরে ফ্রান্সের ভূখণ্ড হিসেবে পরিগণিত হয়ে আসছে নিউ ক্যালেডোনিয়া।
রোববারের গণভোটের ফলকে স্বাগত জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন।