Friday, September 22, 2023
spot_img
Homeআন্তর্জাতিকগণভোটের আগে মেলিতোপোলে ভয়াবহ হামলা

গণভোটের আগে মেলিতোপোলে ভয়াবহ হামলা

রাশিয়ার সঙ্গে যুক্ত হতে- শুক্রবার থেকে ইউক্রেনের চারটি অঞ্চল খেরসন, জাপোরিঝিয়া, লুহানেস্ক ও দোনেৎস্কে গণভোট শুরু হবে। ২৭ সেপ্টেম্বর পর্যন্ত হবে এ ভোট।

গণভোট শুরু হওয়ার ঠিক একদিন আগে জাপোরিঝিয়ার মেলিতোপোলের একটি জনবহুল মার্কেটে ভয়াবহ হামলার ঘট্না ঘটেছে। এতে মার্কেটটির ছাদ ধসে পড়েছে।

তবে এ হামলার জন্য একে-অপরকে দায়ী করেছে রাশিয়া-ইউক্রেন। 

মেলিতোপোলের নির্বাসিত ইউক্রেনীয় মেয়র ইভান ফেদোরোভ দাবি করেছেন, ইউক্রেনের ওপর জঙ্গিবাদের দোষ চাপাতে রুশ সেনারা মার্কেটে ইচ্ছাকৃত হামলা চালিয়েছে।

রাশিয়ার নিয়োগ দেওয়া মেলিতোপোলের কর্মকর্তা ভ্লাদিমির রোগোভ দাবি করেছেন, গণভোটের আগে সাধারণ মানুষের মনে ভীতি সৃষ্টি করতে ইউক্রেন এ হামলা চালিয়েছে।

মেলিতোপোলটি জাপোরিঝিয়া ওব্লাস্টে অবস্থিত। রুশ সেনারা ইউক্রেনে হামলা করার কিছুদিনের মধ্যে জাপোরিঝিয়া দখল করে। তাছাড়া সেখানে থাকা ইউরোপের সর্ববৃহৎ নিউক্লিয়ার পাওয়ার প্লান্টটিও তাদের দখলে আছে। 

এদিকে গণভোট শেষে এ চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করা হবে। যেমনটি করে ২০১৪ সালে ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার সঙ্গে যুক্ত করা হয়। 

সূত্র: আল জাজিরা

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments