Sunday, June 4, 2023
spot_img
Homeআন্তর্জাতিকখেরসন পুনরুদ্ধারে ভয়াবহ হামলা চালাচ্ছে ইউক্রেন

খেরসন পুনরুদ্ধারে ভয়াবহ হামলা চালাচ্ছে ইউক্রেন

রাশিয়ার কাছ থেকে খেরসন অঞ্চল পুনরুদ্ধারে ভয়াবহ হামলা চালাচ্ছে ইউক্রেন। রুশ বাহিনীর নিয়োগ করা খেরসন অঞ্চলের কাখভকা জেলার প্রশাসক ভ্লাদিমির লিওনটিভ রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। খবর তাসের।

ভ্লাদিমির লিওনটিভ বলেন, ইউক্রেনের প্রতিটি ক্ষেপণাস্ত্র হামলায় কী পরিমাণ অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হচ্ছে- তা নিরুপণ করছে রাশিয়ার তদন্ত কমিটি।

তদন্ত কমিটি বলছে, ইউক্রেনের হামলায় খেরসন অঞ্চলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এ পর্যন্ত কয়েকশ কোটি ডলারের অবকাঠামো ক্ষতিগ্রস্থ হয়েছে।

কাখভকা জেলার পৌর এলাকায় সবচেয়ে বেশি হামলা করা হচ্ছে বলে দাবি রাশিয়ার।

ইউক্রেনের সেনাবাহিনী নিয়মিতভাবে খেরসন অঞ্চলের অবকাঠামো ছাড়াও বিভিন্ন উৎপাদন ও নির্মাণ প্রতিষ্ঠানেও হামলা চালাচ্ছে।   

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments