Saturday, July 27, 2024
spot_img
Homeআন্তর্জাতিকখেরসনে রাশিয়ার নিয়োগ দেওয়া কর্মকর্তা বিস্ফোরণে নিহত

খেরসনে রাশিয়ার নিয়োগ দেওয়া কর্মকর্তা বিস্ফোরণে নিহত

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসনে রাশিয়ার নিয়োগ দেওয়া এক কর্মকর্তা বিস্ফোরণে নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

এটাই রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ইউক্রেনীয় অঞ্চলে ক্রেমলিনপন্থী কর্মকর্তাদের উপর হামলার সর্বশেষ ঘটনা। এ ধরনের হামলায় এই প্রথম কোনো রুশপন্থী কর্মকর্তার মৃত্যুর ঘটনা ঘটল বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। 

এ ব্যাপারে রাশিয়ার নিয়োগ দেওয়া খেরসন অঞ্চলের উপ প্রধান কিরিল স্ট্রেমাসভ টেলিগ্রামে বলেন, আজ, আমার বন্ধু, খেরসন অঞ্চলের পরিবার, যুব এবং ক্রীড়া বিভাগের প্রধান, দিমিত্রি সাভলুচেঙ্কো মারা গেছেন।

সাভলুচেঙ্কো ‘খেরসন শহরে সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে’ মারা গেছেন বলেও জানিয়েছেন তিনি। 

রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এর আগে জানিয়েছিল দিমিত্রি সাভলুচেঙ্কো তার গাড়িতে রাখা বোমা বিস্ফোরণে নিহত হন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments