Sunday, April 2, 2023
spot_img
Homeখেলাধুলাখুলনাকে হারিয়ে শীর্ষে থেকেই প্লে-অফে সিলেট

খুলনাকে হারিয়ে শীর্ষে থেকেই প্লে-অফে সিলেট

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নমব আসরের ৩৯তম ম্যাচে খুলনা টাইগার্সকে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান অক্ষুন্ন রাখল সিলেট সিক্সার্স।

শুধু তাই নয়! এদিন ৬ উইকেটের জয়ের মধ্য দিয়ে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই প্রথম পর্বের খেলা শেষ করল মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন দলটি। 

প্লে-অফে পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে যে দুটি দল থাকবে, তারা ফাইনালের আগে দুটি সুযোগ পাবে। আর তৃতীয় ও চতুর্থ দল প্লে-অফে একটি ম্যাচে হেরে গেলেই ফাইনালের আগের বিদায় নেবে। 

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে খুলনা। আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে ১১৩ রান করে তারা। দলের হয়ে ৪১ বলে সর্বোচ্চ ৪১ রান করেন মাহমুদুর হাসান জয়।

এছাড়া ১৭ বলে ২২ রান করন নাহিদুল ইসলাম। সিলেটের হয়ে তিন উইকেট নেন তানজিম হাসান সাকিব। দুটি করে উইকেট নেন রুবেল হোসেন ও ইমাদ ওয়াসিম।

মামুলি স্কোর তাড়া করতে নেমে ১৫ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় পায় সিলেট। দলের জয়ে ৪৬ বলে ৫০ রান করেন জাকির আলী। ৩৫ বলে ৩৯ রান করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments