আগের শর্তেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ছয় মাসের জন্য বাড়ানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গণমাধ্যমকে জানিয়েছেন, আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার পরিবারের করা আবেদনে অনুমোদন দেন। এরআগে আইন মন্ত্রণালয়ও খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ছয় মাস বাড়ানোর মত দিয়েছিল। শর্ত অনুযায়ী খালেদা জিয়া এ সময়ে বিদেশ যেতে পারবেন না।