Saturday, December 9, 2023
spot_img
Homeজাতীয়খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর অনুরোধ ইইউ এমপির

খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর অনুরোধ ইইউ এমপির

ইউরোপীয় পার্লামেন্টের এক সদস্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠি দিয়েছেন।

গত বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা এক চিঠিতে খালেদা জিয়াকে তার অবনতিশীল শারীরিক অবস্থার কথা বিবেচনা করার অনুরোধ জানান ইভান স্টেফানেক নামে ওই সদস্য। 

ইভান স্টেফানেক এ বিষয়ে একটা মানবিক দৃষ্টিভঙ্গি পোষণ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান চিঠিতে।

চিঠিতে ইউরোপীয় পার্লামেন্টের ওই সদস্য লেখেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর বের হয়েছে। তার শর্তাধীন মুক্তির মেয়াদ বৃদ্ধি ও জরুরি ভিত্তিতে চিকিত্সার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে তার পরিবার।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি আরও লেখেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির বিষয়টির ওপর আলোকপাত করে আপনি ও আপনার সরকারের কাছে আবেদন করব, জরুরি চিকিত্সার জন্য তাকে বিদেশে পাঠাতে তার পরিবারের আবেদনে যেন অনুমোদন দেওয়া হয়।’

ওই চিঠিতে বাংলাদেশে রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার বিষয়টি উল্লেখ করেন তিনি। বাংলাদেশের এ উদ্যোগকে বিশ্বব্যাপী শরণার্থী সংকট মোকাবিলায় বড় অবদান হিসেবে আখ্যা দেন ইউরোপীয় পার্লামেন্টের এই সদস্য।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments