Friday, July 26, 2024
spot_img
Homeকমিউনিটি সংবাদ USAক্ষেপা ষাঁড়ের আক্রমণে প্রাণ হারালেন পুলিশ সদস্য

ক্ষেপা ষাঁড়ের আক্রমণে প্রাণ হারালেন পুলিশ সদস্য

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে ষাঁড়ের আক্রমণে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার ওই পুলিশ কর্মকর্তার বাসার সামনে মাস্কঅক্স প্রজাতির ষাঁড়ের আঘাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। 

এবিসি নিউজ জানিয়েছে, পুলিশ কর্মকর্তা কার্টিস ওরল্যান্ড তার বাসার কাছাকাছি একটি জায়গায় এক দল মাস্কঅক্স প্রজাতির ষাঁড় তাড়ানোর চেষ্টা করছিলেন। সে সময় হঠাৎ একটি ষাঁড় তাকে আক্রমণ করে।

এতে ঘটনাস্থলেই কার্টিসের মৃত্যু হয় বলে আলাস্কা পুলিশ বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়।
 
ট্রুপার্স বাহিনীর মুখপাত্র অস্টিন ম্যাকড্যানিয়েল জানান, পুলিশ সদস্য কার্টিস আদালতে সংযুক্ত ছিলেন। তিনি কয়েদি পরিবহন, আদালত কক্ষের নিরাপত্তা ও নথি ব্যবস্থাপনার কাজ করতেন।

মাস্কঅক্স হচ্ছে এক ধরনের বড় আকারের লম্বা চুলওয়ালা ষাঁড়, যাদের কাঁধে ছোট কুজ এবং মাথার ওপর শিং রয়েছে। এদের ওজন ৮০০ পাউন্ড (৩৬৩ কেজি) পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে মৎস্য ও পশুসম্পদ বিভাগ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments