ফেসিয়াল রিকগনিশন কম্পানি ক্লিয়ারভিউ এআইকে যুক্তরাজ্যের বাসিন্দাদের যাবতীয় তথ্য মুছে ফেলার নির্দেশ দিয়েছে দেশটির ইনফরমেশন কমিশনারস অফিস বা আইসিও। এ ছাড়া যুক্তরাজ্যের ডাটা সুরক্ষা আইন ভঙ্গের দায়ে কম্পানিটিকে ৯৪ লাখ ডলার জরিমানা করেছে তারা।
একসময় যুক্তরাজ্যের সরকারি প্রতিষ্ঠান মেট্রোপলিটন পুলিশ, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও ন্যাশনাল ক্রাইম এজেন্সি পরীক্ষামূলকভাবে ক্লিয়ারভিউ এআই সফটওয়্যার ব্যবহার করত। আইসিও জানিয়েছে, এখন আর ক্লিয়ারভিউয়ের সফটওয়্যার ব্যবহার করা হয় না।
তবে ক্লিয়ারভিউয়ের কাছে থাকা যুক্তরাজ্যের বাসিন্দাদের তথ্য অন্য কোনো দেশের হাতে চলে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে তাদের। যুক্তরাজ্যের ইনফরমেশন কমিশনার জন এডওয়ার্ডস এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, যুক্তরাজ্যের নাগরিকদের সম্পর্কে ক্লিয়ারভিউয়ের কাছে প্রচুর তথ্য রয়েছে। এসব তথ্য কাজে লাগিয়ে প্রত্যেকের পরিচয় শনাক্ত করা সম্ভব। আচরণ পর্যবেক্ষণ করে কোনো বাণিজ্যিক কম্পানির কাছে তথ্য বিক্রিও করতে পারে তারা। এটা আসলে গ্রহণযোগ্য নয়। ক্লিয়ারভিউ এআইকে গত নভেম্বরে সব ডাটা মুছে ফেলার নোটিশ পাঠিয়েছিল আইসিও। বিনা অনুমতিতে যুক্তরাজ্যের নাগরিকদের ছবি ব্যবহার করায় ক্লিয়ারভিউ এআইয়ের বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগও আনা হয়। যুক্তরাজ্যের গোপনীয়তা আইন ভঙ্গের কারণে জরিমানার হুমকিও দেওয়া হয়।
ক্লিয়ালভিউয়ের ডাটাবেইসে এই মুহূর্তে দুই হাজার কোটি ছবি রয়েছে।
সূত্র : দ্য ভার্জ