Wednesday, March 22, 2023
spot_img
Homeসাহিত্যক্রীতদাসের যন্ত্রণা এবং অন্যান্য কবিতা

ক্রীতদাসের যন্ত্রণা এবং অন্যান্য কবিতা

হায় রে, এ জন্য কি আমি জন্মেছি!
দাসত্বের শিকল পরতে?
সমস্ত আনন্দ থেকে বঞ্চিত হতে?

স্বাধীনতা শব্দ তো প্রফুল্লের
স্বাধীনতা তুমি না মুক্তির!
আমাকে কি অভিযোগ করতে হবে?—
আমি স্বাধীনতা থেকে বঞ্চিত!
এখনও কি অভিযোগ করব?—
শত্রুরা জেগে আছে এখনও!

ক্রীতদাসের যন্ত্রণা কানে বাজে অহর্নিশ!

বিজ্ঞাপন

****

সপ্তর্ষির মতো স্বাধীন

যখন বিকেল নামে উপত্যকায়
পাহাড়ের ওপারে সূর্যাস্ত
জ্বলজ্বল করে
লেকের মধ্যে শাপলার কোলে
মাছিদের গুঞ্জনে
দেবদারু, ঝাউবনের বুনো স্বাধীনতা।

বিজ্ঞাপন

যখন সন্ধ্যা জড়ো হয়
ছোট প্রাণীরা দৌড়ায়—নীড়ের দিকে
তারপর রাতের নিস্তব্ধতা
ছোট প্রাণীদের উন্মাদনায়
আমি স্বাধীন
আমার মস্তিষ্ক স্বাধীন—সপ্তর্ষির মতো।

****

অসমতলে বিজয়ী কেউ নন

বিজ্ঞাপন

চিন্তাশীল ডানায় উড়ে যায় স্বপ্ন
অনগ্রসর ডানায় টেনে ধরে স্বপ্ন
আমাদের আত্মা শিহরিত হয়
আমাদের আত্মা নিহত হয়।

এ অসমভূমিতে লড়াই
শুধুই লড়াই
এখানে আনন্দ থামে না
এখানে দুঃখ থামে না
এখানে সব সুন্দর ঝলমল করে না
এখানে সত্যিকারের গল্প বাড়ে না।

এ অসমতলে সব যোগ্য বিজয়ী নন
এ অসমতলে আসলে বিজয়ী নন কেউ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments