Sunday, June 4, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তি‘ক্রিপ্টো’ বিক্রি, লিন্ডসে লোহান-অ্যাকনদের বিরুদ্ধে মামলা

‘ক্রিপ্টো’ বিক্রি, লিন্ডসে লোহান-অ্যাকনদের বিরুদ্ধে মামলা

চীনের উদ্যোক্তা জাস্টিন সান-এর বিরুদ্ধে প্রতারণার আশ্রয় নিয়ে ডিজিটাল মুদ্রা ক্রিপ্টোকারেন্সি বিক্রির অভিযোগ তোলা হয়েছে। পাশাপাশি বিশ্বখ্যাত কয়েকজন তারকাকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছে তারা।

বুধবার যুক্তরাষ্ট্রের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) জাস্টিন সানকে প্রতারণার দায়ে অভিযুক্ত করে। একই সঙ্গে অভিনেত্রী লিন্ডসে লোহান, র্যাপার অ্যাকন, সোলজা বয়সহ বিনোদন জগতের অনেক তারকার বিরুদ্ধে বেআইনিভাবে ডিজিটাল মুদ্রা ক্রয়ে মানুষকে উৎসাহিত করার অভিযোগও তোলে তারা।

এসইসির অভিযোগে বলা হয়, সান এবং তার ট্রন ফাউন্ডেশন, বিটটরেন্ট ফাউন্ডেশন ও রেইনবেরি কোম্পানি কয়েক কোটি ট্রনিক্স (টিআরএক্স) আর বিটটরেন্ট ক্রিপ্টো অ্যাসেট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া বাজারে ছেড়েছেন। এছাড়া সান-এর বিরুদ্ধে ব্যবসার পরিমাণ ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করার অভিযোগও তুলেছে এসইসি।

লিন্ডসে লোহান

যুক্তরাষ্ট্রের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) জাস্টিন সানকে প্রতারণার দায়ে অভিযুক্ত করেযুক্তরাষ্ট্রের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) জাস্টিন সানকে প্রতারণার দায়ে অভিযুক্ত করে লিন্ডসে লোহান, অ্যাকন বা সোলজা বয়দের বিরুদ্ধে মূল অভিযোগ, তারা যে ক্রিপ্টো কোম্পানিগুলোর কাছ থেকে টাকা নিয়েছেন তা প্রকাশ না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে টিআরএক্স এবং বিটিটি’র গুণকীর্তন করেছেন। তাতে অনেকেই ধরে নিয়েছেন বিশ্বখ্যাত সেলেব্রিটিরা সত্যি সত্যিই ক্রিপ্টো ক্রয় করে উপকৃত হয়েছেন, সুতরাং অন্যরাও কিনলে ক্ষতির কোনো আশঙ্কা নেই। এভাবে তথ্য গোপন করে অন্যদের প্রভাবিত করার কারণে সেলেব্রিটিদের বিরুদ্ধেও কার্যত প্রতারণার অভিযোগই তুলেছে এসইসি।

অভিযোগপত্রে এসইসি দাবি করে, ‘সান’-এর কার্যক্রমের কারণে তার প্রতিষ্ঠানগুলো কয়েক কোটি ডলারের অবৈধ মুনাফা করেছে।

এক বিবৃতিতে এসইসির চেয়ারপার্সন ক্যাগরি গেন্সলার বলেছেন, ‘‘পর্যাপ্ত তথ্য ছাড়া ক্রিপ্টো অ্যাসেটের প্রচার ও বিক্রয়ে বিনিয়োগকারীদের জন্য যে উচ্চমাত্রার ঝুঁকি থাকে, এ মামলা তার আরেকটি উৎকৃষ্ট উদাহরণ।”

সূত্র : ডয়চে ভেলে

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments