Friday, July 26, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিক্রিপ্টোমাইনিংয়ের বাজারে আসছে ইন্টেল

ক্রিপ্টোমাইনিংয়ের বাজারে আসছে ইন্টেল

চিপ নির্মাতা ইন্টেল এবার বিশেষায়িত প্রসেসর তৈরির মাধ্যমে ক্রিপ্টোমাইনিংয়ের বাজারে প্রবেশ করতে যাচ্ছে। তাদের প্রসেসরটির নাম হবে ‘ব্লকচেইন অ্যাক্সালারেটর’। বর্তমানে এসএইচএ-২৫৬ হ্যাশিং অ্যালগোরিদম ব্যবহার করে করা ক্রিপ্টোমাইনিং সাধারণত জিপিউ ব্যবহার করেই করা হয়। ইন্টেলের দাবি, তাদের প্রসেসরগুলো জিপিউর চেয়ে এক হাজার গুণ কম বিদ্যুৎ খরচ করে কাজ করতে পারবে।

বিজ্ঞাপনপুরো বিশ্বে ক্রিপ্টোকারেন্সির জন্য অতিরিক্ত বিদ্যুতের ব্যবহার কামানোই ইন্টেলের মূল উদ্দেশ্য―এমনটাই বলেছেন সংস্থাটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাজা কোদুরি। আনুষ্ঠানিক ঘোষণার আগেই বিটকয়েন মাইনিং কম্পানি গ্রিড ইনফ্রাস্ট্রাকচারস এবং টুইটারের প্রধান নির্বাহী জ্য়াক ডরসির মালিকানাধীন আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ব্লক’ ইন্টেলের কাছে  ব্লকচেইন অ্যাক্সালারেটের অর্ডার করেছে। ২০ ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল সলিড-স্টেট সার্কিটস কনফারেন্সে চিপটির বিষয়ে আরো তথ্য প্রকাশ করবে। সূত্র : দ্য ভার্জ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments