Friday, September 29, 2023
spot_img
Homeআন্তর্জাতিকক্রাইমিয়ায় হামলার দায় স্বীকার করলো ইউক্রেন

ক্রাইমিয়ায় হামলার দায় স্বীকার করলো ইউক্রেন

ক্রাইমিয়ায় হামলার দায় স্বীকার করেছে ইউক্রেন। আগস্ট মাসে একের পর এক বিস্ফোরণে কেপে ওঠে ক্রাইমিয়া। কয়েক দিন ব্যবধানে রাশিয়ার দুটি ঘাটিতে ভয়াবহ বিস্ফোরণ হয়। স্যাকি বিমান ঘাটিতে থাকা রাশিয়ার অন্তত ৮টি বিমান ধ্বংস হয়ে যায় এতে। সেসময় এর দায় অস্বীকার করলেও এতদিন বাদে দেশটি জানালো, তারাই আছে ক্রাইমিয়ার ওই হামলাগুলোর পেছনে। এ খবর দিয়েছে বিবিসি।

রাশিয়ার তরফ থেকেও যদিও কারও দিকে আঙুল তোলা হয়নি। তারপরেও ইউক্রেন নিজে থেকেই সেসময় দাবি করেছিল, এসব হামলার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। উল্টো রুশ সেনাদের সিগারেট থেকেই এমন বিস্ফোরণ হতে পারে বলেও উপহাস করেছিল ইউক্রেনীয় কর্মকর্তারা। তবে এবার দেশটি এসব হামলার দায় নিলো। 

ইউক্রেনের নিজস্ব সংবাদ সংস্থা ইউক্রিনফর্মে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এ কথা জানান দেশটির শীর্ষ কমান্ডার ভ্যালেরি জালুঝিনি। তিনি বলেন, ইউক্রেনের ছোড়া রকেট ক্রাইমিয়ার বহু সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে।

যার অন্যতম স্যাকি বিমানঘাঁটি। তার দাবি, ৯ই আগস্টের ওই হামলায় রাশিয়ার অন্তত ১০টি বিমান অকেজো হয়ে পড়ে। এর মাধ্যমে রুশ সেনাবহরের সক্ষমতাকে চ্যালেঞ্জ করেছে ইউক্রেন। কিন্তু বিমানঘাঁটির বিস্ফোরণ নিয়ে এতদিন চলছিল লুকোছাপা।

২০১৪ সালে এক গণভোটের মাধ্যমে  ক্রাইমিয়াকে নিজের সঙ্গে যুক্ত করে রাশিয়া। তবে আন্তর্জাতিক সম্প্রদায় ওই গণভোটকে স্বীকৃতি দেয় না। ইউক্রেনও প্রায়ই ক্রাইমিয়া পুনরায় দখলের কথা বলে। যদিও এর আগে ক্রাইমিয়ায় কখনো হামলা চালায়নি ইউক্রেন। পশ্চিমাদের থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাওয়ার পর এ ধরণের চেষ্টা দেখা যাচ্ছে ইউক্রেনের থেকে। তারা ক্রাইমিয়া সেতু উড়িয়ে দেয়ার হুমকিও দিয়েছে। গত বুধবার এক টুইট বার্তায় ক্রাইমিয়াতে আরও হামলার ইঙ্গিত দেয় ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments