Sunday, December 10, 2023
spot_img
Homeআন্তর্জাতিকক্রাইমিয়ার আরেকটি রুশ ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ

ক্রাইমিয়ার আরেকটি রুশ ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ

ক্রাইমিয়ার একটি রুশ ঘাঁটিতে আবারও ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে দু’জন। জানা গেছে, ঘাঁটিতে থাকা অস্ত্রের গুদামে আগুন লাগলে ওই বিস্ফোরণটি হয়। এ খবর দিয়েছে রয়টার্স।

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ফুটেজে দেখা যায়, ক্রাইমিয়ার ঝানকই শহরের কাছে একটি বিদ্যুতকেন্দ্রে আগুন জ্বলছে এবং দূরে একের পর এক বড় বিস্ফোরণের ধোঁয়া উঠছে। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ঘাঁটিতে মজুদ থাকা গোলাবারুদই বড় বড় বিস্ফোরণ সৃষ্টি করেছে। 

ক্রাইমিয়ায় রাশিয়ার সর্বোচ্চ কর্মকর্তা সের্গেই আকসিওনভ বলেন, এই বিস্ফোরণের পেছনে আসল কারণ কি তা নিয়ে তিনি কথা বলতে চান না। এ নিয়ে এখনও তদন্ত চলছে। বিস্ফোরণের পর আশেপাশের গ্রামগুলো থেকে হাজার হাজার মানুষকে দূরে সরিয়ে নেয়া হয়েছে। 

ইউক্রেনে অভিযানের জন্য ক্রাইমিয়া দিয়ে ব্যাপক সেনা প্রবেশ করিয়েছে রাশিয়া। মঙ্গলবারের বিস্ফোরণে সেখানকার রেল নেটওয়ার্ক ভেঙ্গে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেটি হলে দক্ষিণ ইউক্রেনে সেনা সরবরাহ করতে বাধার মুখে পড়বে মস্কো। এরইমধ্যে ৭টি যাত্রীবাহী ট্রেন বিলম্বিত হয়েছে এবং একাংশে রেল চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

এ জন্য বিকল্প বাস সেবা চালু করেছে রুশ কর্তৃপক্ষ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments