যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রাজধানী স্যাক্রামেন্টোর পুলিশ বলছে, শহরটির মধ্যাঞ্চলে বন্দুক হামলায় কমপক্ষে ছয়জন মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।
শনিবার দিবাগত রাত ২টার দিকে রেস্তোরাঁ এবং বারে পরিপূর্ণ ওই এলাকায় গুলির শব্দ শুনে লোকজন দ্রুত দৌড়ে পালাতে থাকে।
পুলিশ প্রধান ক্যাথরিন লেস্টার বলেন, গুলিবর্ষণ করা হলে কাছাকাছি জায়গায় থাকা পুলিশ এগিয়ে গিয়ে এর জবাব দেয়।সেখানে তারা বেশ লোকজনের ভিড় দেখতে পায়। গোলাগুলির ঘটনায় কোনো সন্দেহভাজনকে তারা আটক করেননি।
ওই পুলিশ কর্মকর্তা বলেন, তদন্তকারীরা ঘটনাস্থলে গেছেন। পুলিশ জনসাধারণকে তথ্য সরবরাহ করতে অনুরোধ করেছে যাতে অপরাধী শনাক্ত করা যায়।
গোলাগুলির ঘটনাটি স্যাক্রামেন্টো কিংসের বাস্কেটবল খেলার জায়গা গোল্ডেন ওয়ান সেন্টারের কাছাকাছি ঘটেছে। এই জায়গা অঙ্গরাজ্যের কংগ্রেস ভবন থেকে কয়েকটি রাস্তা পরেই।
এ ঘটনা আবারো যুক্তরাষ্ট্রের অস্ত্র আইন সংক্রান্ত বিতর্ককে জোরালো করে তুলবে বলে মনে করা হচ্ছে। সূত্র: বিবিসি