Sunday, December 10, 2023
spot_img
Homeকমিউনিটি সংবাদ USAক্যালিফোর্নিয়ার সিনেটরের মৃত্যুতে ফ্রি ডেলিভারির ঘোষণা অস্ত্র কোম্পানির

ক্যালিফোর্নিয়ার সিনেটরের মৃত্যুতে ফ্রি ডেলিভারির ঘোষণা অস্ত্র কোম্পানির

৯০ বছর বয়সে মারা গেছেন ক্যালিফোর্নিয়ার সিনেটর ডায়ান ফেইনস্টেইন। তার মৃত্যুতে আনন্দ প্রকাশ করেছে মার্কিন অস্ত্র কোম্পানি ‘ফেনিক্স অ্যামুনিশন’। একইসঙ্গে তার মৃত্যু উপলক্ষে আগামী ৩১শে অক্টোবর পর্যন্ত ক্যালিফোর্নিয়ায় অস্ত্র ডেলিভারি ফ্রি করে দিয়েছে তারা। যদিও কারও মৃত্যুর পর এভাবে উদযাপন করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক সৃষ্টি হয়েছে। এমন বিতর্কের জবাবে ফেনিক্স জানিয়েছে, ন্যান্সি পেলোসির মৃত্যুর পরেও তারা এভাবে উদযাপন করবে। এ খবর দিয়েছে দ্য ব্লেজ। 

খবরে জানানো হয়, ১৯৯২ সাল থেকে ক্যালিফোর্নিয়ার সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন ফেইনস্টেইন। ডেমোক্রেট দলের এই সিনেটর গত শুক্রবার মারা যান। এরপরই ফেনিক্স অ্যামুনিশন সোশ্যাল মিডিয়া এক্সে ঘোষণা করে যে, আগামী ৩১শে অক্টোবর পর্যন্ত তারা ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের জন্য ফ্রি অস্ত্র ডেলিভারি দেবে। কারণ ফেইনস্টেইনের মতো ভয়ংকর ‘কর্তৃত্ববাদীদের’ নিয়ে মৃত্যুর পরেও উপহাস করা উচিৎ। 

তবে কোম্পানিটির এমন পদক্ষেপের সমালোচনা করে একজন লিখেছেন, ফেনিক্স সীমা অতিক্রম করে ফেলেছে। এর জবাবে কোম্পানিটি বলেছে, ন্যান্সি পেলোসির মৃত্যুর পরেও তারা এভাবেই উদযাপন করবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments