Wednesday, October 4, 2023
spot_img
Homeবিনোদনক্যারিয়ারের সবচাইতে ভিন্নধর্মী চরিত্র এটি -নিরব

ক্যারিয়ারের সবচাইতে ভিন্নধর্মী চরিত্র এটি -নিরব

চিত্রনায়ক নিরব হোসেনের ‘অমানুষ’ ছবিটি মুক্তি পেয়েছে গেলো শুক্রবার। অনন্য মামুন পরিচালিত এ ছবিতে তার নায়িকা রাফিয়াদ রশীদ মিথিলা। এটাই এ অভিনেত্রীর প্রথম সিনেমা। এ ছবিতে ওসমান ডাকাত চরিত্রে অভিনয় করেছেন নিরব। যদিও সিলেট ও সুনামগঞ্জের বন্যা ও বৃষ্টির কারণে খানিক বাঁধার মুখে পড়েছে ছবিটি। তারপরও ছবিটি নিয়ে প্রত্যাশা কেমন? নিরব বলেন, ছবিটির গল্প, নির্মাণ, কলাকুশলী, লোকেশন-সব মিলিয়ে ভালো মানের একটি ছবি দর্শকদের উপহার দেয়ার চেষ্টা করেছি আমরা। আর বৃষ্টি ও বন্যা আসলে ভাগ্যের ব্যাপার। আমরা সবাই বন্যা পরিস্থিতি নিয়ে বেশ উদ্বিগ্ন। আমরা ‘অমানুষ’ টিমও টিকিট থেকে প্রাপ্ত আয়ের একটা অংশ বন্যা দূর্গতদের দেয়ার পরিকল্পনা করেছি। বাঁধার পরও দর্শক হলে আসছেন।

এটাই আসলে বড় বিষয়। 

এমন ননষ্টপ বৃষ্টির মধ্যে যারা ছবি দেখতে এসেছেন তাদের স্যালুট জানাই। হলে গিয়ে ছবিটি দেখেছেন নিশ্চয়ই? এ নায়ক বলেন, আমি এরইমধ্যে বসুন্ধরা সিনেপ্লেক্স, শ্যামলি সিনেমা হল, গুলশান-১, মধুমিতাসহ আরও কয়েকটি হলে গিয়ে ছবিটি দেখেছি। স্ত্রীকে নিয়েও ছবিটি দেখেছি। আসলে প্রথম দিন বৃষ্টি ছিল সারাদিন। এরমধ্যেও দর্শক ছবিটি দেখতে এসেছেন। এর অর্থ হলো ভালো ছবি হলে দর্শক হলে আসেন। আমি অনেক দর্শকদের সঙ্গে কথা বলেছি। তারা সবাই ছবিটির প্রশংসা করেছেন। ওসমান ডাকাত রূপে আমাকে দেখে ভালো লাগা প্রকাশ করেছেন। আমার ও মিথিলার কেমিস্ট্রি, মিশা সওদাগর ভাইয়ের উপস্থিতি তাদের ভালো লেগেছে। এটাই বড় পাওয়া। ওসমান ডাকাত হওয়ার জন্য কি করতে হয়েছিল? নিরবের উত্তর- মাথার চুল ফেলতে হয়েছে। নিজেকে ডাকাত মনে হয় এরকম রূপ নিতে হয়েছে। প্রতিদিন এরজন্য দুই থেকে তিন ঘন্টা মেকআপ নিয়েছি। চরিত্রটিকে নিজের মধ্যে ধারণ করেছি। মোদ্দাকথা, ক্যারিয়ারের সবচাইতে ভিন্নধর্মী চরিত্র এটি। তবে দর্শক যদি হলে গিয়ে ছবিটি দেখেন তাহলেই আমাদের এই কষ্ট সার্থক হবে। নতুন কি আসছে সামনে? নিরব বলেন, কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। তবে সামনে চ্যালেঞ্জিং চরিত্রেই শুধু কাজ করতে চাই। এরকম কিছুর কথা হচ্ছে। আশা করছি আলাদা কিছু দর্শকদের উপহার দিতে পারবো। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments