Saturday, July 27, 2024
spot_img
Homeখেলাধুলাক্যারিয়ারসেরা ব্যাটিং ঈশান কিষানের

ক্যারিয়ারসেরা ব্যাটিং ঈশান কিষানের

তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক ভারতের মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা। টসে জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান লঙ্কান দলপতি দাসুন শানাকা। ব্যাটিংয়ে নেমে দারুণ করেছে ভারত, লঙ্কানদের সামনে ছুড়ে দিয়েছে ২০০ রানের বিশাল লক্ষ্য।

৫৬ বলে ৮৯ রানের ইনিংস খেলেছেন ভারতের তরুণ ওপেনার ঈশান কিষান।

তিনটি ছক্কা ও ১০টি চারের সাহায্যে ইনিংসটি সাজিয়েছেন এই উইকেটরক্ষক-ব্যাটার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই ঈশানের সর্বোচ্চ ইনিংস।  ব্যাট হাতে অবদান রেখেছেন অধিনায়ক রোহিত শর্মাও। রোহিত-ঈশানের উদ্বোধনী জুটিতে ১১.৫ ওভারে ভারত তুলে ১১১ রান। এই ম্যাচে নেই বিরাট কোহলি। ভারতের হয়ে তিনে নামেন কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ার।

আইয়ার ২৮ বলে ২টি ছক্কা ও ৫টি চারে অপরাজিত ৫৭ রান করেছেন। চারে নামা রবীন্দ্র জাদেজা অপরাজিত থাকেন ৪ বলে ৩ রান করে। ফলে ২০ ওভার শেষে ২ উইকেটে ১৯৯ রানের বিশাল স্কোর দাঁড় করায় ভারত। শ্রীলঙ্কার পক্ষে একটি করে উইকেট নিয়েছেন লাহিরু কুমারা ও দাসুন শানাকা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments