Saturday, June 10, 2023
spot_img
Homeকমিউনিটি সংবাদ USAক্যাপিটলে দাঙ্গার ঘটনায় ট্রাম্প সহযোগী ব্যানন দোষী সাব্যস্ত

ক্যাপিটলে দাঙ্গার ঘটনায় ট্রাম্প সহযোগী ব্যানন দোষী সাব্যস্ত

মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে গত বছরের দাঙ্গার ঘটনা তদন্ত করা কমিটির পরোয়ানা উপেক্ষা করে কংগ্রেস অবমাননায় দোষী সাব্যস্ত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের একসময়কার গুরুত্বপূর্ণ সহযোগী মুখ স্টিভ ব্যানন।

ট্রাম্পের ২০১৬ সালের নির্বাচনি প্রচারের অন্যতম উপদেষ্টা ছিলেন ব্যানন। ২০১৭ সালে তিনি হোয়াইট হাউসের প্রধান কৌশলবিদ হিসেবেও দায়িত্ব পালন করেন। পরে ট্রাম্পের সঙ্গে সম্পর্ক খারাপ হলে দায়িত্ব ছাড়তে হয় তাকে। খবর রয়টার্সের।

প্রতিনিধি পরিষদের তদন্ত কমিটির কাছে সাক্ষ্য বা নথি দিতে অস্বীকৃতি জানানোর অপরাধে শুক্রবার জুরিরা ৬৮ বছর বয়সি ব্যাননকে দোষী বলে রায় দেন।

এ অপরাধে ব্যাননের এক মাস থেকে এক বছরের কারাদণ্ড এবং ১০০ থেকে এক লাখ ডলার পর্যন্ত জরিমানা হতে পারে।

বিচারক কার্ল নিকলস আগামী ২১ অক্টোবর তার সাজা ঘোষণার দিন ঠিক করেছেন।

তিন ঘন্টা আলোচনা শেষে ৮ পুরুষ ও চার নারীর জুরি বোর্ড ব্যাননকে দোষী সাব্যস্ত করে। দেশটিতে ১৯৭৪ সালের পর এবারই প্রথম কাউকে কংগ্রেস
অবমাননায় দোষী সাব্যস্ত করা হল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments