Friday, September 29, 2023
spot_img
Homeলাইফস্টাইলক্যানসার শনাক্তে নতুন ডিভাইস

ক্যানসার শনাক্তে নতুন ডিভাইস

ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনির (ইউটিএস) একদল গবেষক একটি নতুন ডিভাইস তৈরি করেছেন, যা রক্তের নমুনা থেকে ক্যানসার কোষ শনাক্ত এবং বিশ্লেষণ করতে পারে। এই প্রযুক্তি ডাক্তারদের আক্রমণাত্মক বায়োপসি সার্জারি এড়াতে এবং চিকিৎসার অগ্রগতি নিরীক্ষণ করতে সক্ষম করে। এএফপি।

ক্যানসার অসুস্থতায় অস্ট্রেলিয়ায় মৃত্যুর একটি প্রধান কারণ। দেশটির দেড় লাখেরও বেশি নাগরিক প্রতি বছর মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হন। যাদের ক্যানসারের সন্দেহ রয়েছে, বিশেষ করে লিভার, কোলন বা কিডনির মতো অঙ্গে, তাদের রোগ নির্ণয়ের জন্য অস্ত্রোপচারের প্রয়োজন হয়।

ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি স্কুল অব বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক মজিদ ওয়ারকিয়ানি বলেন, ‘বায়োপসি করতে গেলে রোগীরা অস্বস্তি বোধ করেন। সেসঙ্গে অস্ত্রোপচার এবং মোটা অঙ্কের খরচের কারণে জটিলতার ঝুঁকি বাড়ায়। তবে যথাযথ চিকিৎসার জন্য সঠিক ক্যানসার নির্ণয় গুরুত্বপূর্ণ।’ অধ্যাপক মজিদ বলেন, ‘রক্তের নমুনায় টিউমার কোষের মূল্যায়নের মাধ্যমে ক্যানসার সৃষ্টিকারী টিস্যু বায়োপসি করার চেয়ে এই প্রযুক্তি অনেক কম আক্রমণাত্মক। এটি ডাক্তারদের বারবার পরীক্ষা করা এবং চিকিৎসার প্রতি রোগীর প্রতিক্রিয়া জানা যায়।’

স্ট্যাটিক ড্রপলেট মাইক্রোফ্লুইডিক ডিভাইসটি দ্রুত সঞ্চারিত টিউমার কোষ শনাক্ত করতে সক্ষম। এটা প্রাথমিক অবস্থায় ধরা পড়া টিউমার থেকে বিচ্ছিন্ন হয়ে রক্ত প্রবাহে প্রবেশ করে। ডিভাইসটি সাধারণ রক্তের কোষ থেকে টিউমার কোষকে আলাদা করতে ক্যানসারের একটি বিপাকীয় সাক্ষর ব্যবহার করে।

অধ্যাপক মজিদ সোমবার এক বিবৃতিতে জানান, ১৯২০-এর দশকে অটো ওয়ারবার্গ আবিষ্কার করেছিলেন যে, ক্যানসার কোষগুলো প্রচুর গ্লুকোজ গ্রহণ করে। এর ফলে আরও ল্যাকটেট উৎপাদন করে। আমাদের ডিভাইস পিএইচ সংবেদনশীল ফ্লুরোসেন্ট রঞ্জক ব্যবহার করে বর্ধিত ল্যাকটেটের জন্য একক কোষ নিরীক্ষণ করে, যা কোষের চার পাশে অ্যাসিডিফিকেশন শনাক্ত করে। মাত্র এক মিলিলিটার রক্তে কোটি কোটি রক্ত কোষের মধ্যে একটি একক টিউমার কোষ থাকতে পারে। 

এটি খুঁজে বের করা খুবই কঠিন। নতুন শনাক্তকরণ প্রযুক্তিতে ৩৮, ৪০০টি চেম্বার রয়েছে, যা বিপাকীয়ভাবে সক্রিয় টিউমার কোষের সংখ্যা বিচ্ছিন্ন এবং শ্রেণিবদ্ধ করতে সক্ষম। একবার টিউমার কোষগুলোকে ডিভাইসের সঙ্গে শনাক্ত করা হলে সেগুলো জেনেটিক এবং আণবিক বিশ্লেষণের মধ্য দিয়ে যেতে পারে. যা ক্যানসার নির্ণয় এবং শ্রেণি বিন্যাসে সহায়তা করতে এবং ব্যক্তিগত চিকিৎসার পরিকল্পনাগুলো জানাতে পারে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments