Saturday, July 27, 2024
spot_img
Homeলাইফস্টাইলক্যানসার চিকিৎসার ট্রায়ালে পাওয়া গেল আশ্চর্যজনক ফলাফল

ক্যানসার চিকিৎসার ট্রায়ালে পাওয়া গেল আশ্চর্যজনক ফলাফল

যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা রেকটাল ক্যানসার (মলদ্বারের ক্যান্সার) রোগীদের ওপর একটি পরীক্ষামূলক ওষুধ প্রয়োগ করে আশ্চর্যজনক ফলাফল পেয়েছেন। 

১৮ জন ক্যানসার রোগীকে নিয়ে খুব ছোট পরিসরে একটি ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনা করা হয়। 

প্রায় ছয় মাস তাঁরা ডোস্টারলিম্যাব নামে একটি ওষুধ সেবন করেন। ট্রায়াল শেষে দেখা গেছে তাঁদের ক্যান্সার টিউমারগুলো সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেছে।

ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নেওয়া রোগীরা ক্যানসার নির্মূল করার জন্য কেমোথেরাপি, রেডিয়েশন এবং অস্ত্রোপচারের মতো চিকিৎসাব্যবস্থার মুখোমুখি হয়েছিলেন। আর এসব চিকিৎসার ফলে ক্যানসার আক্রান্ত রোগীরা অন্ত্র ও প্রস্রাবের জটিলতা, এমনকি যৌন সক্ষমতাও হারানোর ঝুঁকি থাকে।

যে ১৮ জন রোগী ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নিয়েছিলেন, তারা ধরেই নিয়েছিলেন ট্রায়াল শেষে তাদের এসব চিকিৎসায় ফিরে যেতে হবে। তবে আশ্চর্যজনক হিসেবে যে ফল তারা পেয়েছেন, সেটি হল তাদের আর কোনও চিকিত্সার প্রয়োজন হয়নি।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কোলোরেক্টাল ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক অ্যালান পি ভেনুক বলেছেন, একটি ট্রায়ালে অংশ নেওয়া প্রত্যেক রোগীর ক্যানসার নির্মূলের ঘটনা অতীতে কখনই শোনা যায়নি। 

তিনিও এই ট্রায়ালের ফলকে ক্যানসার চিকিৎসার ইতিহাসে প্রথম বলে অভিহিত করেন।

সূত্র: নিউইয়র্ক টাইমস

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments