Wednesday, October 4, 2023
spot_img
Homeখেলাধুলাকোহলিকে জড়িয়ে ধরে তরুণীর চুমু, ভিডিও ভাইরাল

কোহলিকে জড়িয়ে ধরে তরুণীর চুমু, ভিডিও ভাইরাল

ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে জড়িয়ে ধরে চুমু খেলেন তরুণী, সেই ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা নিয়ে নেটিজেনদের মধ্যে তোলপার শুরু হয়েছে। 

অবশ্য রক্ত-মাংশের কোহলির সঙ্গে নয়, বরং বিরাট তার মূর্তির সঙ্গে চুমু খেয়েছেন তরুণী। ভক্তের এমন কাণ্ড নিয়ে সরব সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।  

দিল্লির মাদাম তুসো মিউজিয়ামে ভারতের জার্সি পরে ব্যাট হাতে কোহলির একটি মোমের মূর্তি বসানো হয়েছে। ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, কোহলির সেই ভাস্কর্যের ঠোঁটে ঠোট রাখছেন এক তরুণী। তার চোখেমুখে ভালবাসার গভীর ছাপ। শুধু তাই নয়! তারপরই নিজের গালটিও তিনি বাড়িয়ে দিচ্ছেন কোহলির প্রতিকৃতির দিকে।

কোহলি ভক্তের এমন কাণ্ড ঘিরে নানা রকম মন্তব্য পাওয়া যাচ্ছে। একজন লিখেছেন, ‘এমন তরুণীদের থেকে মূর্তিগুলোও সুরক্ষিত নয়।’ 

আরও একজন লিখেছেন, ‘বৌদি (আনুষ্কা) এই ভিডিওটি দেখলে ওর ঠোঁটই কেটে দেবেন!’

তবে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি কোহলির।

Aisi ladkiyon se putle safe nahi hai pic.twitter.com/kaQybcLOOa— Byomkesh (@byomkesbakshy) February 20, 2023

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments