Saturday, July 27, 2024
spot_img
Homeধর্মকোরআন প্রতিযোগিতার বিচারক মাওলানা আবু ইউসুফের ইন্তেকাল

কোরআন প্রতিযোগিতার বিচারক মাওলানা আবু ইউসুফের ইন্তেকাল

পবিত্র কোরআনে হাফেজদের রিয়ালিটি শো ‘পিএইচপি কুরআনের আলো’র বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শনিবার (২৩ মার্চ) সকালে ভারতের দিল্লিতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আগামীকাল রবিবার (২৪ মার্চ) তার মরদেহ দেশে আনার পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর গ্রামের বাড়ি চাঁদপুরে দাফন করার কথা রয়েছে।

মাওলানা আবু ইউসুফ ছিলেন কুরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির যুগ্ম মহাসচিব। দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে ভুগে ভারতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। এনটিভির পবিত্র কোরআনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘পিএইচপি কুরআনের আলো : প্রতিভার সন্ধানে বাংলাদেশ’-এর বিচারক ও পরিচালক ছিলেন তিনি।

মাওলানা আবু ইউসুফ ১৯৮০ সালে চাঁদপুরের মতলব উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন। তিনি বিএসটিআই জামে মসজিদের খতিব ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments