প্রাচীনকালে কোনো একজন অত্যাচারী বাদশাহ ঈমানের সাক্ষ্য দেওয়ায় তাঁর মুমিন প্রজাদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। আল্লাহ সেই অগ্নিকুণ্ডে ফেলেই তাদের ধ্বংস করেন। কোরআনে তাদের ‘আসহাবুল উখদুদ’ নামে চিহ্নিত করা হয়েছে। ইরশাদ হয়েছে, ‘ধ্বংস হয়েছিল কুণ্ডের অধিপতিরা। ইন্ধনপূর্ণ সে কুণ্ডে ছিল আগুন। যখন তারা এর পাশে বসেছিল এবং তারা মুমিনদের সঙ্গে যা করছিল তা প্রত্যক্ষ করছিল।’ (সুরা বুরুজ, আয়াত : ৪-৭)
আধুনিক সৌদি আরবের নাজরানে ধ্বংসপ্রাপ্ত সেই জাতির প্রাসাদ ও অগ্নিকুণ্ডের ধ্বংসাবশেষ আছে বলে দাবি করা হয়।
ছবি ও তথ্য : মাদায়েন প্রজেক্ট