মিথ্যার পতন অবধারিত
ইরশাদ হয়েছে, ‘বলুন, সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। আর মিথ্যা তো বিলুপ্ত হওয়ারই। ’
(আয়াত : ৮১)
কোরআন মুমিনের
জন্য আরোগ্য
ইরশাদ হয়েছে, ‘আমি অবতীর্ণ করেছি কোরআন, যা মুমিনের জন্য আরোগ্য ও রহমতস্বরূপ; কিন্তু তা অবিচারকারীর শুধু ক্ষতিই বৃদ্ধি করে। ’ (আয়াত : ৮২)
আল্লাহর অনুগ্রহ থেকে মুখ ফিরিয়ে নিয়ো না
ইরশাদ হয়েছে, ‘আমি যখন মানুষের প্রতি অনুগ্রহ করি, তখন সে মুখ ফিরিয়ে নেয় এবং দূরে সরে যায়।আর যখন তাকে অনিষ্ট স্পর্শ করে সে একেবারেই হতাশ হয়ে যায়। ’ (আয়াত : ৮৩)
আত্মা আল্লাহর রহস্যময় সৃষ্টি
ইরশাদ হয়েছে, ‘তারা আপনাকে আত্মা সম্পর্কে প্রশ্ন করবে। বলুন, আত্মা আমার প্রভুর আদেশ ঘটিত এবং তোমাদের সামান্য জ্ঞানই দেওয়া হয়েছে। ’
(আয়াত : ৮৫)
কৃপণতা কোরো না
ইরশাদ হয়েছে, ‘বলুন, যদি তোমরা আমার প্রতিপালকের দয়ার ভাণ্ডারের অধিকারী হতে, তবু ব্যয় হয়ে যাবে এই আশঙ্কায় তোমরা তা ধরে রাখতে। মানুষ তো অতিশয় কৃপণ। ’
(আয়াত : ১০০)