Wednesday, December 6, 2023
spot_img
Homeআন্তর্জাতিককোয়েটা পুলিশ লাইনের কাছে বিস্ফোরণ, আহত ৫, টিটিপির দায় স্বীকার

কোয়েটা পুলিশ লাইনের কাছে বিস্ফোরণ, আহত ৫, টিটিপির দায় স্বীকার

পাকিস্তানের কোয়েটা পুলিশ লাইনের কাছে এবার বিস্ফোরণ হয়েছে। এতে কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। উদ্ধারকারী কর্মকর্তারা বলেছেন, রোববার কোয়েটা পুলিশ লাইন্স এলাকার কাছে এই বিস্ফোরণ হয়। সেখানে উদ্ধার অভিযানে নেতৃত্ব দেয়া জিশান আহমেদ বলেছেন, আহত ব্যক্তিদের উদ্ধার করে কোয়েটার সিভিল হাসপাতালে নেয়া হয়েছে। তিনি আরও জানিয়েছেন, ওই এলাকায় পৌঁছেছে পুলিশ এবং ইমার্জেন্সি টিম। ঘটনাস্থল ঘেরাও করে রাখা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি পুলিশ। কি ধরনের বিস্ফোরণ হয়েছে তাও এখন পর্যন্ত পরিষ্কার নয়। তবে রোববার এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত তেহরিকে তালেবান পাকিস্তান (টিটিপি)। নিরাপত্তা কর্মকর্তারা ছিলেন তাদের টার্গেট এমনটা দাবি করেছে তারা।

উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগে পেশোয়ার পুলিশ লাইন্স মসজিদে ভয়াবহ এক আত্মঘাতী হামলায় নিহত হন কমপক্ষে ১০১ জন। এর বেশির ভাগই পুলিশ সদস্য। সূত্র ডন। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments