Thursday, June 8, 2023
spot_img
Homeধর্মকোমোরোসের মানুষের ইসলামপ্রীতি

কোমোরোসের মানুষের ইসলামপ্রীতি

শতকরা ৯৯ ভাগ মুসলিম জনসংখ্যা নিয়ে পূর্ব আফ্রিকার ক্ষুদ্র একটি দেশ কোমোরোস। যার রাজধানী মোরোনি। আরবি ‘কমার’ শব্দ থেকে কোমোরোস নামটি চয়ন করা হয়েছে। কৃষি উৎপাদনের উর্বর এই দেশটি আয়তনের দিক থেকে আফ্রিকার তৃতীয় ক্ষুদ্রতম দেশ।

এটি উত্তর মাদাগাস্কার এবং উত্তর-পূর্ব মোজাম্বিকের মধ্যে মোজাম্বিক চ্যানেলের উত্তর প্রান্তে আফ্রিকার পূর্ব উপকূলে ভারত মহাসাগরে অবস্থিত দ্বীপগুলো নিয়ে গঠিত একটি আরব দেশ। কোমোরোসের নিকটতম দেশগুলো হলো মোজাম্বিক, তানজানিয়া, মাদাগাস্কার এবং সেশেলস। কোমোরোসের আয়তন এক হাজার ৮৬২ বর্গকিলোমিটার। ২০২০ সালের বিশ্ব ব্যাংকের এক পরিসংখ্যান মতে দেশটির জনসংখ্যা আট লাখ ৭৬ হাজার ৯৩৫ জন। চারটি ভিন্ন দ্বীপ নিয়ে গঠিত এই কোমোরিয়ান ফেডারেশনের তিনটি সরকারি ভাষা আছে—কোমোরিয়ান (শিমার), আরবি ও ফরাসি। তবে দেশের সাধারণ জনগণের মধ্যে আরবি ভাষার চর্চাই সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়।

প্রাচীন বাণিজ্যিক পথের গুরুত্বপূর্ণ স্টেশন হওয়ার সুবাদে এই অঞ্চলে আরব মুসলিম বণিকদের ব্যাপক পদচারণ আর তাদের নিজ ধর্মপ্রচারের অভিলাষ এই জনপদে মুসলিম সংখ্যাধিক্য আর আরবি ভাষার ব্যাপকতার অন্যতম কারণ। একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত সময়ে মাদাগাস্কার দ্বীপসহ কোমোরিয়ান ফেডারেশন অঞ্চলে মধ্যপ্রাচ্যের আরব মুসলিম বণিকদের সঙ্গে বাণিজ্যের ব্যাপক বিকাশ ঘটে। সে সময় অনেক আরব্য বণিক সেখানে বসতি গড়ে তোলে বংশ বিস্তার করে, যার প্রতিফলন এখনো সর্বত্র পরিলক্ষিত হয়। কারণ দেশটি রাষ্ট্রীয়ভাবে উদারনীতি অনুসরণ করলেও সাধারণ জনগণের সামাজিক, সাংস্কৃতিক আর ব্যক্তিগত চালচলনের সর্বত্রই কঠোর ইসলামী অনুশাসন বাস্তবায়নের চিত্রই ফুটে ওঠে। দেশের বিভিন্ন প্রান্তে গড়ে উঠেছে বড় বড় মসজিদ ও ইসলামিক কালচারাল সেন্টার।

কোমোরোস ক্ষুদ্রতম দেশ হলেও এটি আফ্রিকান ইউনিয়ন, আন্তর্জাতিক সংস্থা ফ্রাঙ্কোফোনি, অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্স, লিগ অব আরব স্টেটস, ইন্ডিয়ান ওশান কমিশনসহ অনেক আন্তর্জাতিক সংস্থার সদস্য। ১৮৪১ সাল থেকে ফ্রান্স কর্তৃক দখলকৃত উপনিবেশবাদের সমাপ্তি ঘটিয়ে ১৯৭৫ সালের ৫ সেপ্টেম্বর স্বাধীনতা প্রাপ্তির পর থেকে কোমোরোসে অসংখ্য অভ্যুত্থানের তিক্ত আর উত্তাল পরিস্থিতি সামাল দিয়েছে। ১৯৭৮ সালের ১৩ মে এক অভ্যুত্থানে তৎকালীন রাষ্ট্রপতি সালেহকে উত্খাত করে আব্দুল্লাহ দেশটির ক্ষমতা গ্রহণ করে এর নামও পরিবর্তন করে ‘ইসলামী ফেডারেল রিপাবলিক অব কোমোরোস’ নির্ধারণ করেন। যা ১৯৮৯-এ আব্দুল্লাহকে ক্ষমতা থেকে অপসারণের পূর্ব পর্যন্ত চলমান ছিল। ১৯৮৯-এর পর আবার নাম পরিবর্তন করে কোমোরোস ফেডারেশন নির্ধারণ করা হয়।

কোমোরোস প্রজাতন্ত্রের পতাকার সবুজ রং আর অর্ধচন্দ্র ইসলামকে প্রতিনিধিত্ব করে, যা রাষ্ট্রের সরকারি ধর্ম। সেই সঙ্গে পতাকায় থাকা চারটি তারকা চিহ্ন গ্র্যান্ড কোমোর, আনজুয়ান, মোহেলি এবং মায়োট দ্বীপগুলোকে প্রতিনিধিত্ব করে। এই চারটির মধ্যে মায়োটই একমাত্র দ্বীপ, যেটি কোমোরোসে যোগ দিতে অস্বীকার করেছিল এবং অর্থনৈতিক কারণে ফরাসি শাসনের অধীনে থাকতে আগ্রহ প্রকাশ করেছিল। যদিও জাতিসংঘের হস্তক্ষেপে শেষ পর্যন্ত কোমোরোসেই সংযুক্ত হয়।

মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, দেশটিতে শান্তি-শৃঙ্খলা ফিরে আসুক, ইসলামের উর্বর ভূমি হিসেবে প্রতিষ্ঠা লাভ করুক। আমীন

লেখক : অনুবাদক ও মুহাদ্দিস

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments