Friday, July 26, 2024
spot_img
Homeখেলাধুলাকোপা আমেরিকার সেমি থেকে বাদ আর্জেন্টিনা

কোপা আমেরিকার সেমি থেকে বাদ আর্জেন্টিনা

২৮ বছরের শিরোপা খরা ঘুচিয়ে কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ফাইনালে পৌঁছার মিশনে সেমিতে কলম্বিয়ার বিপক্ষে কঠিন পরীক্ষায় পাশ করতে হয়েছিল আলবেসেলিস্তেদের। টাইব্রেকারে এমিলিয়ানো মার্টিনেজের নৈপুণ্যে জয় পায় আর্জেন্টাইনরা। মেয়েদের কোপা আমেরিকার শেষ চারেও কলম্বিয়ার মুখোমুখি হলো আর্জেন্টিনা। তবে মেসির দেশের মেয়েরা পায়নি জয়। সোমবার রাতে স্তাদিও আলফোনসো লোপেজে কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরে ফাইনালে পৌঁছাতে পারেনি আর্জেন্টিনা।

মেয়েদের কোপা আমেরিকার ‘এ’ গ্রুপের সব ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে পৌঁছায় কলম্বিয়া। আর ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে শেষ চারের টিকিট পায় আর্জেন্টিনা।
ফাইনালে পৌঁছার লড়াইয়ে আর্জেন্টিনার উপর আধিপত্য বিস্তার করে কলম্বিয়ার মেয়েরা। ৪৭ শতাংশ বল দখলে রেখে ১৩টি শট নেয় তারা। যার মধ্যে লক্ষ্যে ছিল ৭টি। অপরদিকে ৬টি শটের ২টি লক্ষ্যে রাখে আর্জেন্টিনা।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় কলম্বিয়া। বারবার আর্জেন্টিনার ডি-বক্সের আশপাশে ভীতি ছড়ালেও গোলের সুযোগ তৈরি করতে পারছিল না। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে কাক্সিক্ষত সাফল্য পায় কলম্বিয়া। ম্যাচের ৬৩ মিনিটে ব্যবধান গড়ে দেয়া একমাত্র গোলটি দেন কলম্বিয়ার ১৭ বছর বয়সী উইঙ্গার লিন্ডা লিজেথ।

বাকি সময়ে ম্যাচে ফেরার চেষ্টা করলেও পারেনি আর্জেন্টিনা। উল্টো ৭৩তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয়। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মিডফিল্ডার গ্যাব্রিয়েলা শ্যাভেজ।
আগামীকাল (২৭ জুলাই) ভোরে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এই ম্যাচেই নির্ধারিত হবে কোপা আমেরিকার ফাইনালিস্ট।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments