ডারবানের পর পোর্ট এলিজাবেথেও লজ্জাজনক ব্যাটিং! দ্বিতীয় টেস্টেও স্বাগতিক দক্ষিণ আফ্রিকার কাছে শোচনীয়ভাবে হেরেছে বাংলাদেশ। ৮০ রানে গুটিয়ে গিয়ে এবার হেরেছে ৩৩২ রানে। ফলে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের শিকার হয়েছে বাংলাদেশ। দলের এমন হারের জন্য কন্ডিশন নয়, নিজেদের ব্যর্থতাকেই দায়ী করেছেন বাংলাদেশ অধিনায়ক মমিনুল হক।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মমিনুল বলেন, ‘এই সিরিজে দল হিসেবে ভালো খেলিনি আমরা। দক্ষিণ আফ্রিকা খুবই ভালো খেলেছে, তাদেরকে অভিনন্দন। আমরা হতাশ, তবে সামনে এগিয়ে যেতে হবে। ’
বাংলাদেশ অধিনায়ক আরো বলেন, ‘প্রতিপক্ষ কখনো আপনার চাহিদা মতো কন্ডিশন তৈরি করে দেবে না। আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে আপনাকে খাপ খাইয়ে নিতে হবে। এ জন্য আমরা কোনো অজুহাত দিতে পারি না। প্রক্রিয়া অনুযায়ী খেলতে হবে আমাদের। এই ম্যাচে সেটা হয়নি। আমরা ওয়ানডে সিরিজ জিতেছিলাম, চেয়েছিলাম টেস্ট সিরিজটাও ভালোভাবে শেষ করতে। ’