প্রায় কোটি টাকায় বিক্রি হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পরিধেয় সেই পোশাক। গত ২৪ ফেব্রয়ারি রুশ আগ্রাসন শুরুর সময় তিনি এ পোশাকটি পড়েছিলেন।
লন্ডনে গত বৃহস্পতিবার ইউক্রেনের জন্য তহবিল সংগ্রহকারী একটি প্রতিষ্ঠান ১ লাখ ১০ হাজার ডলারে (৯০ হাজার ব্রিটিশ পাউন্ড) তা বিক্রি করেছে। খবর আরব নিউজের।
বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৯৫ লাখ টাকারও বেশি। ব্রিটেনের ইউক্রেনীয় দূতাবাসের সহযোগিতায় জেলেনস্কির পোশাকটি বিক্রি করে তহবিল সংগ্রাহক প্রতিষ্ঠান ব্রেভ ইউক্রেন।
লন্ডনের ট্রেট মডার্ন আর্ট গ্যালারিতে এটি নিলামে তোলা হয়। নিলামে এর প্রথম মূল্য হাঁকা হয়েছিল ৫০ হাজার পাউন্ড।
ব্রিটিশ প্রধান মন্ত্রী বরিস জনসন বলেছেন, জেলেনস্কির এ পোশাকের মূল্য নিলামে আরও বেশি হওয়ার কথা ছিল।