Friday, September 22, 2023
spot_img
Homeখেলাধুলাকোচিংয়ে মিশে আছে মায়া, এটা আমার আবেগ : জিদান

কোচিংয়ে মিশে আছে মায়া, এটা আমার আবেগ : জিদান

২০২০-২১ মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর আর কোনো ক্লাবের দায়িত্ব নেননি জিনেদিন জিদান। রিয়ালকে টানা তিন চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতানো জিদানকে কোচ হিসেবে চেয়েছিল ফ্রেঞ্চ ক্লাব পিএসজি। কিন্তু তাদের প্রস্তাবে এখনো ইতিবাচক কিছু বলেননি তিনি। এমনকি অন্য কোনো দলের দায়িত্বও নেননি।

তাই প্রশ্ন উঠেছিল কোচিং পেশায় থাকবেন তো জিদান? সেই উত্তর দিয়েছেন নিজেই। কোচিং পেশা চালিয়ে যেতে চান তিনি।

অবশ্য কবে নাগাদ আবারও কোচিংয়ে ফিরছেন সেটা এখনো খোলাসা করেননি জিদান। সম্প্রতি টেলিফুটকে দেওয়া এক সাক্ষাৎকারে জিদান বলেছেন, ‘আমি কি এখনো কোচ হিসেবে কিছু অবদান রাখতে পারি? হ্যাঁ, অনেক বা কিছু। আমি (কোচিং) চালিয়ে যেতে চাই, কারণ আমার এখনো মায়া আছে, এটা আমার আবেগ। ‘

খেলোয়াড়ি জীবনকে বিদায় বলার পর কোচিং ক্যারিয়ারে অল্প সময়ের মধ্যে দেখা পেয়েছেন সফলতার ছোঁয়া। লস ব্লাংকোদের চ্যাম্পিয়নস লিগ, লা লিগাসহ এনে দিয়েছেন বেশ কয়েকটি শিরোপা। প্রথম দফায় ২০১৬ থেকে ২০১৮ এবং দ্বিতীয় দফায় ২০১৯-২০২১-এর মাঝামাঝি পর্যন্ত রিয়ালের ডাগআউট সামলেছেন ফ্রেঞ্চ এই কিংবদন্তি।

জিদানের অধীনে টানা তিন চ্যাম্পিয়নস লিগ জয় করে রিয়াল মাদ্রিদ। লস ব্লাংকোদের সেই দল কঠোর পরিশ্রম করে এই সফলতা এনেছিল জানান জিদান, ‘আমরা কঠোর পরিশ্রম করি। আমাদের অসাধারণ খেলোয়াড় ছিল এবং দল আমাকে অনুসরণ করেছিল। অনেক কিছুর দায়িত্ব ছিল আমার কাঁধে; কিন্তু আমার পেছনে একটা দুর্দান্ত দল ছিল। একা সম্ভব হতো না। আমাকে এমন লোকদের সাথে জোট বাঁধতে হবে যাদের সাথে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। যদি না হয়, তাহলে এটা কাজ করতে পারে না। ‘

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments