Tuesday, March 28, 2023
spot_img
Homeখেলাধুলাকে হচ্ছেন মেসি-নেইমারদের নতুন কোচ?

কে হচ্ছেন মেসি-নেইমারদের নতুন কোচ?

পিএসজির চাকরি খোয়াচ্ছেন পচেত্তিনো

কোচ মাউরিসিও পচেত্তিনোকে বরখাস্ত করতে যাচ্ছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ফরাসি চ্যাম্পিয়নদের নতুন কোচ হিসেবে দেখা যেতে পারে আন্তেনিও কন্তেকে। ইতালিয়ান এই কোচ বর্তমানে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারের দায়িত্বে। রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিনেদিন জিদানের নামও শোনা যাচ্ছে। সংবাদমাধ্যম লে’কিপ বলেছে পিএসজির তালিকায় ছিল ১০ জন। কন্তে, জিদান ছাড়া বাকিরা হলেন দিয়েগো সিমিওনে, ম্যাক্স আলেগ্রি, এরিক টেন হাগ, ক্রিস্টোফ গাল্টিয়ার, মিকেল আর্তেতা, সিমিওনে ইনজাগি, থিয়াগো মোত্তা এবং লুসিয়েন ফাব্রি। এদের মধ্যে এরিক টেন হাগ ইতিমধ্যেই ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিয়েছেন।
রোববার লঁসের সঙ্গে ১-১ গোলের ড্রয়ে চার ম্যাচ হাতে রেখেই লিগ ওয়ান শিরোপা নিশ্চিত করে ফেলে পিএসজি।তবে আর্জেন্টাইন কোচ পচেত্তিনোকে আনা হয়েছিল চ্যাম্পিয়নস লীগ ট্রফির জন্য। যেটি এনে দিতে ব্যর্থ তিনি। রিয়াল মাদ্রিদের কাছে হেরে পিএসজি ছিটকে যায় দ্বিতীয় রাউন্ড থেকেই। এরই জেরে চাকরি খোয়াচ্ছেন পচেত্তিনো।
ফ্রেঞ্চ সংবাদপত্র লা পেরিসিয়ান জানায়, লিগ ওয়ান শিরোপা নিশ্চিত হওয়ার কয়েক ঘণ্টা পরেই পচেত্তিনোকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় পিএসজি কর্তৃপক্ষ। তবে পচেত্তিনো আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছেন। তাকে প্রাথমিক কথাও দিয়ে রেখেছিল ম্যানইউ। কিন্তু ডাচ কোচ এরিক টেন হাগের সঙ্গে চুক্তি করে ফেলেছে ক্লাবটি।
পিএসজির সঙ্গে পচেত্তিনোর বর্তমান চুক্তির এখনও ১ বছর বাকি। সংবাদমাধ্যম লা পেরিসিয়ান বলছে, তাকে চাকরিচ্যূত করলে ১২.৫ মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ দিতে হবে।
কন্তে নিজ থেকেই পিএসজির প্রতি আগ্রহ দেখিয়েছেন। সব কিছু ঠিক হলে তার সঙ্গে ২ বছরের চুক্তি হতে পারে লিওলেন মেসির দলের। তবে সংবাদমাধ্যম দ্য টামইস খবর, কোচ হিসেবে জিদানকে বেশি পছন্দ পিএসজির। রিয়াল মাদ্রিদকে হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লীগ জেতানো এই ফরাসিকেই পচেত্তিনোর উত্তরসূরি হিসেবে চাইছে দলটি। রিয়াল থেকে পদত্যাগ করার পর থেকে বেকার অবস্থান আছেন জিদান। অন্য আরেকটি সূত্র বলছে, জিদান ক্লাবের চেয়ে এখন জাতীয় দলের কোচিংয়ে বেশি আগ্রহী। ফ্রান্সের কোচ হতে চান তিনি। বর্তমান কোচ দিদিয়ের দেশমের মেয়াদ শেষ হবে আসন্ন বিশ্বকাপের পরপরই। তবে কাতারে ভাল ফল পেলে জাতীয় দলে কাজ চালিয়ে যেতে পারেন ২০১৮ বিশ্বকাপ জয়ী কোচ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments