কাতার বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ শুরুর আগেই কোন দল চ্যাম্পিয়ন হবে তা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন স্লাতান ইব্রাহিমোভিচ।
সুইডেনের এই তারকা ফুটবলার জানিয়েছেন, কোন দল বিশ্বকাপ জিতবে তা আগেই লেখা হয়ে গেছে।
সুইডেনের হয়ে ২০০২, ২০০৬ ও ২০১০ বিশ্বকাপে খেলেছেন ইব্রাহিমোভিচ। লিওনেল মেসির সঙ্গে ২০০৯-১০ মৌসুমে বার্সেলোনার একসঙ্গে খেলেছেন এই ফরোয়ার্ড।
সুইডিশ এই তারকা ফুটবলার বলেন, আমার মনে হয় এটা এরই মধ্যে লেখা হয়ে গেছে যে, কে বিশ্বকাপ জিতবে। আপনারা জানেন আমি কী বলতে চাচ্ছি। আমার মনে হয় লিওনেল মেসির হাতেই ট্রফিটা উঠবে। এটা এরই মধ্যে লেখা হয়ে গেছে।
আজ রাত ১টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে সেমিফাইনাল ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচে মাঠে নামলেই বিশ্বকাপে সর্বোচ্চ ২৫ ম্যাচ খেলার রেকর্ড ছুঁয়ে ফেলবেন মেসি।