শহীদুল্লাহ ফরায়জী
আত্মজ্ঞানের অনুসন্ধানে
আত্মপরিচয়ের সংকটে
কালজয়ী দর্শনের জটিলতায়
অনন্ত পর্যবেক্ষণে
পরম আনন্দের প্রশ্নে
আমার কেবল ভুল হয়ে যায়।
জ্ঞানের নিদর্শন
বিশ্ব প্রকৃতির রহস্য
মহাবিশ্বের বিস্ময় ও
জীবন জগৎ প্রশ্নে
কেবল ভুল হয়ে যায়।
ধর্ম না দর্শন
আত্মচিন্তা না আত্মমুক্তি
আত্মবিরোধ না আত্মগরিমা
আধ্যাত্মিকতা না আত্মবেদনা
এসব মৌলিক প্রশ্নে
কেবল ভুল হয়ে যায়।
বস্তুর স্বভাব মন্ত্রমুগ্ধ জগত
অস্তিত্ব-অনস্তিত্ব
পরমজ্ঞানী ও মহৎকর্ম
ক্ষুদ্র-বৃহত্তম,স্বর্গ-নরক
সংসার ও নির্বাণ প্রশ্নে
কেবল ভুল হয়ে যায়।
‘আমি জানি না’
শুধু এতটুকু জানি
‘আমি কিছুই জানিনা’
তারপরও আমার ভুল হয়ে যায়।